আমি খুব অল্প কিছু চাই! - TopicsExpress



          

আমি খুব অল্প কিছু চাই! আমাকে ভালবাসতে হবে না, ভালবাসি বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুয়ে দিতে হবে না কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না কিংবা বিকেল বেলায় ফুচকা ও খেতে হবে না এত অসীম সংখ্যক “না”এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে , আমি যখন প্রতিদিন এক বার “ভালবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস কর , এতেই চলবে ...
Posted on: Fri, 02 Aug 2013 21:23:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015