আমাদের প্রিয় অনন্ত জলিল - TopicsExpress



          

আমাদের প্রিয় অনন্ত জলিল যুক্তরাষ্ট্রর মাইক্রোসফট এর একটি পদের জন্য তার সিভি পাঠিয়েছিল। কিছু দিন পর তার একটি রিপ্লাই পায় । সেখানে লেখা – Dear Mr. Ananta Jalil ,You do not meet our requirements.Please do not send any further correspondence.No phone call shall be entertained or welcomed.Thanks. Bill Gates. অনন্ত জলিল চিঠি পেতেই খুবি খুশি এবং এক্সাইটেড হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে কিছু সংবাদ কর্মী , টেলিভিশন ও রেডিওর টক শো টিম কে ডেকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়জন করে ফেললেন । এবং বল্লেনঃবন্ধুগন , আপনারা জেনে খুশি হবেন যে আমি অ্যামেরিকাতে মাইক্রোসফট এ চাকুরি পেয়েছি। সবাই খুবি অবাক হল। সে বলতে লাগলোঃ এখন আমি আপনাদের সবাইকে আমার এপওয়েন্টমেন্ট লেটার পড়ে শোনাবো। কিন্তু লেটার টা ইংরেজিতে তাই সাথে সাথে বাংলায় ট্রানসেলেট করে শোনাবো। গত বারের মত পম গানা টাইপের বিভ্রান্তি এড়ানোর জন্য । Dear Mr. Ananta Jalil .প্রিয় অনন্ত জলিল- ভাইয়া । You do not meet: আপনি তো কখনো দেখাই করেন না । Our requirement pleaseআমাদের খুবি দরকার প্লিজ . do not send any further correspondence: আর কোন চিঠি পাঠানোর দরকার নাই । No phone call: ফোন করার ও কোন দরকার নাই । shall be entertain:অনেক আতিথ্য করা হইবে- welcome:ভাল ভাবে আসুন । Thanks:অনেক ধন্যবাদ । Bill Gates: বিল গেটস । (Collected)
Posted on: Fri, 06 Sep 2013 10:07:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015