আমাদের প্রিয় ভাই,শিবির - TopicsExpress



          

আমাদের প্রিয় ভাই,শিবির কর্মী আলমগীর হোসেন।গত বছর সাঈদী হুজুরের রায়ের দিন, শেরপুরে মিছিল করার অপরাধে পুলিশ তাকে ধাওয়া করে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। তখনি তার মেরুদন্ডর হাড় ভেঙ্গে যায়। মেরুদন্ডের প্রভাব তার পায়ের উপর পরার কারনে পা ২ টি অবস হয়ে যায়। দীর্ঘ দের বছর যাবত ঢাকায় সাভারে c r p তে চিকিৎসা চলছে। একন ভাইটি পুরোপুরি সুস্থ হয়নি। অন্যর সাহায্য তাকে চলতে হয়। প্রতিদিন ২বার থেরাপি দিতে হয়। ডাক্তার বলেছে ভাল হতে আরো সময় লাগবে। ভাইটি বিবাহিত। সে পরিবারের একমাত্র সন্তান।তার বাবা প্যারালাইসিসে আক্রান্ত ও তার মা অসুস্থ। আপনারা ভাইটির জন্য দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন ও তার মা বাবাকে সুস্থ এবং ধ্যর্য ধারন করার তৌফিক দান করেন। Shibir Bogra
Posted on: Mon, 15 Sep 2014 05:21:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015