আমাদের বাসার এখানেই ছোট - TopicsExpress



          

আমাদের বাসার এখানেই ছোট বোনের বান্ধবির গায়ে হলুদ হচ্ছে!! কিন্তু আমার বুক ফাইট্টা যাইতেছে কে ? অনেক হিংসা ও হইতেছে :( হবেই তো কেনো জানেন? আজ থেকে ৬ মাস আগে এই সুন্দ্রি মেয়ের জন্য আমার মা-বাবা বিয়ের কথা বলেছিলেন তার মা বাবাকে, তারা ও রাজি ছিলো!! তারা ও ভাবলেন জানা শুনার মধ্যে ছেলেটা ভালোই আছে, দেড়ি করা যাবেনা :) ওইদিক থেকে রুপে গুনে আগেই ক্রাশ খেয়ে ছিলাম আমি, বিয়ে হয়ে যাবে ভাব, কথা বার্তা সব ফাইনাল!! মা বাবা ভাবছিলেন এই আইলসারে বিয়ে না করানো পর্যন্ত ঠিক হবেনা, না করালে রাত জেগে লেপি আর ফেবু গুতাইবো, দিনে উল্লুকের এর মত পরে ঘুমাইবো, তো আমাদের বাড়ির এখানের এক চিরশত্রু আছে যে কিনা কখনোই আমার পরিবার এর ভালো দেখতে পাইনা, কিন্তু মুখে হাসি অন্তরে বিষ!! সে আমার মা বাবার কাছে কুটনামি করেছে মেয়ের মা সুবিধার না, সে তার জামাই এর কাছ থেকে সমস্ত সয় সম্পত্তি নিজের নামে করে নিছে, আরো অনেক কিছু, পরে বাবা মা না করে আসছে অজুহাত দেখাইলো, আমার ছেলে এখন ও অনেক ছোট, ভালো করে কিছু বুঝেনা, ব্লা ব্লা ব্লা :3 তারপরে ও ওরা বুঝানোর চেষ্টা করেছে মাগার বাপ মা পরের কথা বেশি শুনারর অভ্যাস ছিলো অনেক, তাই রাজি আর হলো না :( এতদিনে মেয়েটার বিয়ে ঠিক হইছে আরেক জায়গাতে, আর প্রমানিত হইছে ওই তথ্য ভুল ছিলো :( হুহ ফাকে দিয়া আমার বিয়া টা ও হইলোনা, রাইতে সিঙ্গেল গীবন কাটাইতে হইতেছে আর বসে বসে গায়ে হলুদ দেখা লাগতেছে :( শীতের দিনে এক কম্বলের নীচে বউ এর উষ্ন পরশ আর পাওয়া হলো নারে মফিজ :( চিন্তা করছিলাম আব্বা আম্মা নুতুন করে বিয়ে করানোর সিদ্বান্ত নিবে :) ওমা সে কি :o বিয়ের কথা তুললে আরো ধমক মারে, এই বয়সে কিসের বিয়ে হুম ? যা নিজের লাইফ কি ভাবে উন্নতি হবে সেই চিন্তা কর -_- পুংটা চেংটা যেগুলা নষ্ট হয়ে গেছে তারাই তারাতারি বিয়ে করে :3 বিদেশ যা কামে দিবো -_- #RIP আব্বা আম্মা -_- বুগলেনা আমাকে, তুমরা আমাকে বুগলেনা, তুমরা ওই কুটনা হারামজাদাটা কেই বুগলে :( আমাকে তুম্রা মেরে পেলু এই গেবন রাখতে চাইনা আমি :(
Posted on: Sun, 26 Oct 2014 18:11:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015