...আমাদের ভিতর সবচেয়ে - TopicsExpress



          

...আমাদের ভিতর সবচেয়ে বাজে প্রবণতা হচ্ছে যে ছেলে ক্লাসে ভালো রেজাল্ট করে ধরে নেই সেই সবচেয়ে মেধাবী... সত্যি বলতে আমাদের মেধা পরিমাপের একমাত্র মাপকাঠিই হচ্ছে যে যত বেশি মুখস্থ রাখতে পারে... ভালো রেজাল্ট করার পরও কাউকে যদি জিজ্ঞেস করেন What is valence??. সে তোতাপাখির মত আবৃত্তি করবে Valence is the number of bonds formed by an atom in a molecule.. তাকে জিজ্ঞেস করলে হয়তো বলতেই পারবেনা Valence দ্বারা আসলে ঠিক কি বুঝায়.... নিউটন্স ল এর তিন নাম্বার সূত্রটা জিজ্ঞেস করলে মাথা চুলকিয়ে বলবে For every action there is an equal and opposite reaction.. ...এটার মানে কি জিজ্ঞেস করলে হয়তো দাঁত কেলিয়ে বলে ফেলবে সেটা তো জানিনা... দোষ তাদের নয়,দোষ আমাদের শিক্ষা ব্যবস্থার... আমাদের বাপ দাদারা এমন ব্যবস্থা তৈরী করেনি যেটা হবে প্রাক্টিক্যাল.. .. কম্পিউটার বই পড়ে পনেরো তে পনেরো পাওয়ার পরও প্রাক্টিক্যাল পরীক্ষায় বিশে পাঁচ পেতেও দাঁত ভেঙ্গে যায়.... আমরা ঠিক জানিনা,কোনটা শিখতেছি.. ডিপার্টমেন্টে একগাদা বই মুখস্থ করার পরেও হনুলুলুর রাজধানীর নাম মুখস্থ করতে হয় চাকরি করতে... ...কিংবা কোন দেশের প্রেসিডেন্টের মাথায় টাক,কোন বিখ্যাত ব্যক্তি রেড কাউ খেয়ে বড় হয়েছে সেগুলো মুখস্থ করেই অফিসে ঢুকি..... ফলে আমরা ইমপ্লয়দের সাথে ঠিক কোন ধরণের আচরণ করবো সেটাও ভুলে যাই... নতুন প্রাক্টিক্যাল শিক্ষানীতি প্রণয়ন করা এখন সময়ের দাবী... মার্ক জুকারবার্গ যে বয়সে ফেবুর সিইও সে বয়সে আমরা লাইব্রেরীতে গিয়ে বিসিএস পড়ায় ব্যস্ত... আমাদের মেধা কম নারে ভাই,শুধু একটু ব্যবহারের ওয়ে জানতে হবে... Am i right or am i right??
Posted on: Sat, 15 Nov 2014 02:33:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015