আমি মিল্কী মাশরুম - TopicsExpress



          

আমি মিল্কী মাশরুম উৎপাদনের উপর experiment করে যাচ্ছিলাম বিগত পাঁচ বছর যাবত । এই বছর এটি প্রত্যাশার চেয়ে বেশী ফলন দেয় । শুধু ফলনই নয়- এটির আকার- আকৃতি ভারত ও বাংলাদেশের রেকর্ডকে অতিক্রম করে । বিশাল সাইজের মিলকী মাশরুম উৎপাদন করে জাতীয় মাশরুম সেন্টার সাভারের সহায়তায় বিপণন করে যাচ্ছিলাম । কিন্তু আমার এই মাশরুম উৎপাদন কাল হয়ে দাড়ালো প্রিন্ট মিডিয়া ও ইলেকক্ট্রনিক মিডিয়ার খবর হয়ে। ওয়ালিউল্লাহ অলি বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কমে এবং নাজমুল হক জেনিথ ইত্তেফাকে নিউজ করার সাথে সাথে প্রশ্নবিদ্ধ হয় আমার এই মাশরুম। এটির বিপণন নিষিদ্ধ হয়েছে জাতীয় মাশরুম সেন্টারে । অসহযোগিতার মানসে এখানকার সরকারী লোকজন সন্দেহের তীর ছুড়ে দিয়েছে- এটি হয়তো মিলকী মাশরুম নয়- বন্য অন্য কোন অজানা মাশরুম । হায়রে অভাগা দেশ, হায় তার রাস্ট্রযন্ত্রের কর্মকর্তা । আমি চ্যালেঞ্জ করেছি এটি মিলকী মাশরুম । আমি এটি ডিএন এ টেস্ট করতে বলেছি । ডিএনএর কাজ চলছে । কোন সবুজ ফসলের উপর ডিএনএর কোন চ্যালেঞ্জ হয়েছে বলে আমার জানা নাই । তবে হর্টিকালচারের সবচেয়ে তরুণ ফসল মাশরুম নিয়ে চ্যালেঞ্জ হচ্ছে এটি খুব মজার খবর । তবে আমার কস্ট হচ্ছে এতো অবিশ্বাস কেনো আমাদের কৃষিবদদের । এরা নিজেরা পারেনা- তো অন্যকে হেনস্থা করে কেন ?
Posted on: Wed, 24 Sep 2014 09:32:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015