আমার আপনার অবহেলিত সেই - TopicsExpress



          

আমার আপনার অবহেলিত সেই স্বজাতী ভাইদের কিছু দুঃখের কথা শুনুনঃ আমি একজন পার্বত্য বাঙ্গালি ! পার্বত্য চট্টগ্রামের অধিকার বঞ্চিত এক নিরীহ #বাঙ্গালী । আমার বিপরীতে এখানকার একজন পাহাড়ি উপজাতী যেসকল অধিকার নিয়ে পার্বত্য এলাকায় বসবাস করছে সেই একই রকম অধিকার নিশ্চই আমারো প্রাপ্য। কিন্তু আমি কি সেইসব অধিকারটুকু পাচ্ছি? যেই সুযোগ সুবিধাগুলো এখানকার একজন পাহাড়ি #উপজাতী পাচ্ছে, একই আলোবাতাসে থেকে সেই একই রকম সুযোগ সুবিধা আমার পাওয়ার অধিকারও ছিল। কিন্তু আমি কি তা পাচ্ছি? না, পাচ্ছি না! আমার মতো বাকি সব পার্বত্য বাঙ্গালিরাও সকল অধিকার এবং সকল সুবিধা থেকে বঞ্চিত। কিন্তু কেন? তারা কি উপজাতীদের মতো মানুষ নয় ? তাহলে পার্বত্য বাঙ্গালিরা কেন বঞ্চিত? পার্বত্য বাঙ্গালীদের দোষটা কোথায় ? এর কোন সদুত্তর কারো কাছে আছে কি? #Rafi_Patowary #অসহায় #Comment #Cht #Ctg #BD #SaveBD #আশাকরি পাহাড়ের এই অজানা তথ্যগুলো সবাইকে জানিয়ে দিবেন . .
Posted on: Wed, 09 Oct 2013 14:35:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015