আমার খেলা যখন ছিল তোমার - TopicsExpress



          

আমার খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি তা কে জানত। তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত ॥ তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত যেন আমার আপন সখার মতো, হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে সে দিন কত-না বন-বনান্ত ॥ ওগো, সেদিন তুমি গাইতে যে-সব গান কোনো অর্থ তাহার কে জানত। শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ, সদা নাচত হৃদয় অশান্ত। হঠাৎ খেলার শেষে আজ কী দেখি ছবি-- স্তব্ধ আকাশ, নীরব শশী রবি, তোমার চরণ-পানে নয়ন করি নত ভুবন দাঁড়িয়ে আছে একান্ত ॥ When I played with you O beloved, Who knew then who You were. Then there were no fear or shame, ...Life gushed out in all restlessness. Call me did you oft in the morn Like my own beloved mate. Embraced you in laughter that day, Pranced through forests and fields. The songs, then you sang to me o beloved, No meaning could I ever know. Happily chimed in with your melody My heart danced in all restlessness. What portrait of You do I see now at end of play The listless firmament, the motionless Sun and the Moon. I cast my eyes down at Your feet in submission, O You, the Only You. - Rabindranath
Posted on: Mon, 22 Dec 2014 00:32:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015