আমার পরম সৌভাগ্য আজ - TopicsExpress



          

আমার পরম সৌভাগ্য আজ আমাদের Zubair Siraj-The Legend আমার ফোন একবারে ধরেছে। তার সাথে কথা বলতে পেরে আমি পুলকিত এবং আনন্দিত। তিনি আমার সাথে কথা বলেছেন, হেসে হেসে কথা বলেছেন, তুই তুই করে সম্ভাধন করেছেন, এর চেয়ে বেশি কিছু আর আসলে চাওয়ার নাই। কথায় কথায় সচিন এর কথা আসলো, উনি অবসর নেয়াতে আমি আমার দুক্ষের কথা বললাম তাকে। সে আমাকে যেই উত্তর টা দিল, সেটা অনেকেটা এরকম, সচিন ভালো বুঝলাম, কিন্তু তাকে নিয়ে এতকিছু তো দরকার নাই, এত দুক্ষ পাবার তো কোনো মানেই হয় না, বিদায় নিতে হবে বিদায় নিয়েছে বেপার টা এখানেই শেষ, দুঃখ টুক্ষ কি জিনিস আমি জিজ্ঞাস করলাম তাহলে এমন কেউ কি আছে যার জন্য তুই দুঃখ পাবি? কিছুক্ষন চিন্তা ভাবনা করে সে বলল, না আসলে এমন কেউ নাই। আমারা দুঃখ পাই কারন আমরা কাউকে legend মানি, তাকে শ্রদ্ধা করি, তাকে follow করি, তার মত হবার চেস্টা করি। আপানাকে জিজ্ঞাস করাটা অনেক বড় অন্যায় হইয়েছে, আপনি কেন দুঃখ পাবেন, আপানার তো কনো legend কে আদ্রশ মানার দরকার নাই, আপনি নিজেই তো একজন legend... hats off to you Zubair Siraj-The Legend....
Posted on: Fri, 15 Nov 2013 17:51:43 +0000

Recently Viewed Topics




© 2015