আমার প্রিয় - TopicsExpress



          

আমার প্রিয় কবিতাঞ্জলী মোঃ আনিসুল হক খান কবিতা , তুমি নীহড়িকা পুঞ্জের মতো সুদুরিকা , হাজার বছরের ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে , বিচ্ছিন্ন আলো আর আঁধারের অবগুন্ঠনে , তোমাকে আমি খুঁজেছি ,তুমি যে আমার প্রিয় কবিতা ৷ তোমাতে দেখেছি আমি ,আমার মধুমিতার ছবিটা , হ্রদয়ের শব্দহীন জোৎস্নার ভিতরে , সন্ধার আবছায়া আঁধারে ,হিরন্ময় প্রদীপটুকু জ্বেলে , শেফালিকা ফুলের আনন্দ উল্যাসে , আমি যে গিয়েছি বারবার ,ঐখানে ওদের মাঝে , আর নিরন্তর খুঁজেছি ,আমার কবিতার শব্দাবলী ৷ আর নয়কো দেরী ,আমি পেয়েছি আমার কবিতাঞ্জলী , নিপুন শব্দ আর সুরের মুর্ছনায় বাঁজে হ্রদয় বীণার তান , আত্মার উৎপিরনে দরদী হ্রদয় ,আজো ব্যকুলতায় খানখান ৷ হে জোৎস্নার আভায় সিক্ত আমার প্রিয় কবিতাঞ্জলী , তোমারই দরজার পাশে ,আমি নিরন্তর দাড়িয়ে আছি ৷ বারেক দুনয়ন ফিরায়ে দেখো ,আছি তোমারই পাশে , হ্রদয় উৎসারিত শব্দের অনুরননে বারেক তাকিয়ে দেখো , আমি আছি নিরন্তর তোমার কতই না কাছে ৷ নীহাড়িকার ধবল উৎস হতে ,উৎসারিয়া আনবো কবিতা , কবিতা , আমার প্রিয় কবিতা ,ঠিক যেনো আমারই মধুমিতা ৷
Posted on: Wed, 19 Jun 2013 17:06:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015