আমার প্রিয় বিজ্ঞানী, - TopicsExpress



          

আমার প্রিয় বিজ্ঞানী, ফেলো এগোনস্টিক , নেইল ডি গ্রেইস টাইসনের একটা টুইট থেকে একটা ইন্টারেস্টিং টপিকের জন্ম হলো । On this day long ago, a child was born who, by age 30, would transform the world. Happy Birthday Isaac Newton b. Dec 25, 1642 এটা ছিলো টাইসনের টুইট । সেই টুইট থেকে তর্কের সুত্রে পাওয়া গেলো , নেইল ডি গ্রেস টাইসন আইজাক নিউটনকে সর্বকালের পৃথিবীর বুকে পা ফেলা সবচে স্মার্ট মানুষ মনে করেন । তিনি যদি কোন বিজ্ঞানী সাথে দেখা করতে চান তাহলে সেটা হবেন নিউটন । আইনষ্টাইনের চেয়েও বুদ্ধিমান , প্রভাবের বেলায় নিউটনকে একটু খানি বড়ো ভাবেন । যাহোক আমাদের প্রত্যেকের জীবনের একেক সময়ে এক একজন আইডল থাকে , রোল মডেল থাকে , মুগ্ধতা থাকে । নেইল ডি গ্রেইস টাইসনের মতো স্মার্ট বিজ্ঞানীর ও আছে । এরপর টাইসন একটা কথা বলেছেন সেটা হলো , নিউটন ইন্ডাষ্ট্রিয়াল রেভুলুশনের জন্ম দিয়েছেন , পদার্থবিদ্যা দিয়ে যেটা বস্তু আর গতিকে ব্যাখা করে , যেই পদার্থ বিদ্যা শক্তিকে ব্যাখা করে যেটা ইন্ডাষ্ট্রিয়াল রেভুলুশনের ভিত্তি। খুবই ইন্টারেষ্টিং টপিক । তাত্ত্বিক/থিওরেটিক পদার্থবিদ্যা সরাসরি শিল্প বিপ্লবের জন্ম দিয়েছে , এই ব্যাপারটা আমার জানা ছিলো না । সন্দেহ হওয়াতে একটু ঘাটাঘাটি করে দেখলাম । প্রথম ইন্ডাষ্ট্রিয়াল রেভুলশনের শুরু হয় থমাস নিউকমেন স্টিম এঞ্জিনকে উন্নত করার মাধ্যমে । থমাস নিউকমেনকে ইন্ডাষ্ট্রিয়াল রেভুলোশনের পূর্বপুরুষ বলা হয় । এছাড়াই আব্রাহাম ডারবি নামের এক ভদ্রলোক যে ব্লাষ্ট ফার্নেস থেকে হাইগ্রেড লোহা বের করে কয়লা ব্যবহার করে ইন্ডাষ্ট্রিয়াল রেভুলোশনকে ত্বরান্তিত করে । তারা নিউটনের সুত্রে ব্যবহার করে তাদের উদ্ভাবন করেছেন এমন কোন প্রমান পাওয়া যায় না । এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে সাধারন জ্ঞান বলে মডার্ন সায়েন্স আর ইন্ডাষ্ট্রিয়াল রেভুলোশনের মধ্যে খুব নিকটবর্তী সম্পর্ক আছে । এটা সাধারন ভাবে ধারনা করা হয় । ব্রিটেনে যেটা শিল্পবিপ্লবের সুতিকাগার ছিলো সেখানে, থিওরীটিক্যাল সায়েন্সের কোন সরাসরি প্রভাব টেক্সটাইল ইন্ডাষ্ট্রি কিংবা মেটাল ইন্ডাষ্ট্রি উপর নেই । কিন্তু ইন্ডাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আর থিওরীটিক মর্ডার্ন সায়েন্সের বিজ্ঞানের একই রকম এ্যাপোচ লক্ষ্য করে যায় , সেটা হলো এক্সপেরিমেন্টটাকে খুব কাছে থেকে নজরদারি করা আর প্র্যাক্টিকাল কাজের জন্য জেনারালাইজ করা । একপর্যায়ে সরাসরি থিওরেটিক সায়েন্টিষ্ট আর ইন্ডাষ্ট্রির সরসরি সম্পর্ক পাওয়া যায় । জেমস ওয়াট নিউকমন ইঞ্জিনকে আরো উন্নত করেন ইন্ডাষ্ট্রিয়াল শক্তি উৎস হিসাবে । কিন্তু এটা ছাড়া ইন্ডাষ্ট্রিয়াল রেভুলুশন সরাসরি সায়েন্টেফিক সাহায্য ছাড়াই অগ্রসর হয়েছে । যদিও সায়েন্সের প্রভাব মৌলিক ভাবেই গুরুত্ববহ ছিলো। এছাড়াও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে , ইন্ডাষ্ট্রিয়াল রেভুলুশনের কারনেই মডার্ন সায়েন্স খুব দ্রুত গতিতে সব কিছুতে ছড়িয়ে পড়ে । বড়ো বড়ো বিশ্ববিদ্যালইয়ে সায়েন্স পড়ানো শুরু হয় । ফিলোসফি সায়েন্স থেকে আলাদা হয়। সায়েন্টিষ্টদের গ্রান্ট দেয়া হয় । শাসক গুষ্ঠি সায়েন্সকে প্রমোট করা শুরু করে । যদিও নেইল ডি গ্রেইস টাইসনের মতো অনেককেই পাওয়া যাবে যারা ধারনা করে ইন্ডাষ্ট্রিয়াল রেভুলোশন ডিরেক্ট মডার্ন সায়েন্স , থিওরীটিক্যাল সায়েন্সের ফসল।তাদের পক্ষে জোরালো কোন প্রমান নাই । ইকোনোমিক হিষ্টোরিয়ানরা আবার তাদের এই ধারনাকে বাতিল করে দেন সরাসরি। ইন্ডাষ্ট্রিয়াল রেভুলোশন আর সায়েন্সের রিলেশন , কিংবা নেইল ডি গ্রেইস টাইসন আর নিউটনকে নিয়ে আলোচনা চালাতে চাইলে/ তথ্য যুক্ত করতে চাইলে আগ্রহীদের স্বাগত জানানো হলো :)
Posted on: Sun, 28 Dec 2014 03:14:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015