আমার মেডিকেলের এক ছোটভাই - TopicsExpress



          

আমার মেডিকেলের এক ছোটভাই এবারের সেকেন্ড প্রফের একটা সাবজেক্টে সাপ্লি খাইছে । পোলার খুব মন খারাপ । ওর সাথে পথে দেখা হলেই কয় , ভাই খুব মন খারাপ , সাপ্লি খেয়ে গেলাম :-( । ফেসবুকে অনলাইন পাইলেই হয় , নক দিয়ে বলে , সাপ্লি খেয়ে গেলাম , লজ্জা লাগতেছে :( , অমুক পাশ করে গেছে , তমুক পাশ করে পার্টি দিতেছে ব্লা ব্লা ব্লা । ওরে কোথাও যাওয়ার জন্য ডাকলেই বলে , কেমনে মুখ দেখামু , সাপ্লি খাইছি :-( । ওরে অনেক বুঝাইছি , ভাইরে মেডিকেলে সাপ্লি খুব কমন ব্যাপার , এতো ভেঙে পড়ার কিছু নাই । আসলে ও এতটা ভেঙে পড়েও নাই , কিন্তু আমারে আর আমার রুমমেটরে দেখলেই বা ফেবুতে অনলাইন পাইলেই এই প্যাচাল শুরু করবেই । ওরে অনেক বলছি যে তোর চেয়ে দুই তিনগুন বেশি সাপ্লি খাইয়াও ক্যাম্পাসে বুক ফুলাইয়া চলছি , কেউ জিজ্ঞেস করলে বলছি পাস করছি অমুক অমুক সাবজেক্টে, ফেল করার কথা মুখে আনি নাই , বুদ্ধিমানরা বুঝে নিছে । কিন্তু পোলারে যতই বোঝানো হোক ওর কোন বিকার নাই । কাল দেখা হল ওর সাথে , আবার ঐ প্যাচাল , সাপ্লি খাইছি , অমুক আপু আর আমার খোঁজ রাখেনা :-( । এইবার ওরে কৈলাম , ভাইরে , আমি জীবনে যতগুলো সাপ্লি খাইছি তুই জীবনে ততগুলা কলাও খাস নাই , সো অফ যা । মেডিকেলে সাপ্লি থাকবেই , কিন্তু সাপ্লিকে কখনোই ফেইল হিসেবে ট্রিট করা যাবে না । আর শীতকালেতো সাপ্লি দিয়া মজা । পোলাপান যখন কনকনে শীতের সকালে দৌড়ায় দৌড়ায় আটটার লেকচার করতে যাইবো তখন তুমি কম্বল মুড়ি দিয়া আরামে ঘুমাইতে পারবা আর রুমমেটকে বলবা দোস্ত প্রক্সিটা দিয়া দিস । তারপর এগারোটা বারোটায় উঠে টংয়ের দোকানে এককাপ চা খেয়ে এসে শীতের উষ্ণ রোদে বসে পত্রিকার পাতা উল্টাইবা । তখন মনে হবে , আহ লাইফ ইজ বিউটিফুল । :) ¤A.A.R¤
Posted on: Fri, 15 Nov 2013 06:41:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015