আমার মত ব্যাস্ত মানুষ - TopicsExpress



          

আমার মত ব্যাস্ত মানুষ দুনিয়ায় মনে হয় একটাও নাই..... . আমার Daily Routine....... . সকাল ১০ টা থেকে ১০.৩০এর মধ্যে আমার ঘুম ভাঙে... . 10.30 2 11.30 :: সকালের নাস্তা করি আর TV দেখি.... . 1.00 2 3.00 :: . গোছল আর করতে করতে Lunch এই সময়টুকুও কেটে যায়.... . 3.00 2 5.30 :: খাওয়া দাওয়ার পর একটু ঘুমানো লাগেনা??? . 5.30 to 6.30 :: এই সময় আমি যে কি করি নিজেই যানিনা.... . 6.30 2 7.30 :: কোন বইটা পড়ব সেটা ঠিক করি..... . 7.30 2 8.30 :: বইয়ের কোন অধ্যায় পড়ব সেটা ঠিক করি..... . 8.30 2 9.30 :: লেখক কোন ভাষায় বইটা সেইটা নিয়া গবেষণা করি..... . 9.30 2 12.00 :: রাতের খাবার খাওয়ার পর একটু দেখা লাগেনা....((যদিও বাধ্য হইয়া কখনো কখনো আম্মুর সাথে একটু সিরিয়াল দেখতে হয়)).... . 12.00 to 2.00 :: রাত্র ২ টা পর্যন্ত ফেসবুক চালাইয়া পরের আর একটা ব্যস্ততম দিন শুরু করার জন্য একটা ঘুম দেই...... . এখন তোমরাই বল আমার মত ব্যস্ত মানুষ কি দুনিয়ায় একটাও আছে????
Posted on: Mon, 24 Nov 2014 08:15:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015