►আমার সোনার বাংলা গানটির - TopicsExpress



          

►আমার সোনার বাংলা গানটির যে কটি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নেয়া হয়েছে- প্রথম ১০ লাইন। ►বাংলাদেশ- ভারত পানি বন্টন (গঙ্গা) চুক্তির মেয়াদ- ৩০ বছর (১৯৯৬-২০২৬)। ১৯৯৬ সালে ১২ ডিসেম্বর ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ. ডি. দেবগৌড়া ও বাংলাদেশের তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে এ চুক্তি সাক্ষর করেন। ►বাংলাদেশ জাতীয় সংসদের মোট আসন- ৩৫০টি (২০১১ সালের ৩০জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৩৫০ এ উন্নীত)। ►দেশের সর্বোচ্চ শহীদ মিনার এর অবস্থান- জাহাঙ্গীরনগর শ্বিবিদ্যালয় (৭১ ফুট)। স্থপতি- রবিউল হুসাইন। ►‌মনপুরা দ্বীপটির অবস্থান- ভোলা। ►SPARRSO (Space Research and Remote Sensing Organisation)- প্রতিরক্ষা মন্ত্রণালয় অধীন এই সংস্থাটি ঘূর্ণিঝড় ও দূর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র। অবস্থান; আগারগাঁও, ঢাকা।
Posted on: Sat, 12 Jul 2014 13:57:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015