আমরা আগামীকাল ঢাকায় - TopicsExpress



          

আমরা আগামীকাল ঢাকায় মানববন্ধন করতে পারছি কি না তা এখন পর্যন্ত শিওর না। কারণ তেমন কারও সাড়া পাচ্ছি না, তাছাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার ব্যাপারে ঢাকা মেট্রোপলিটান পুলিশের অনুমতি নেওয়ার ব্যাপার- স্যাপারও আছে। তবে কাল সিলেটে ভার্সিটির গেটের সামনে যে মোটামোটি বড়সড় একটা মানববন্ধন হয়ে যাচ্ছে তা শিওর। সবাইকে আবারও অনুরোধ করছি সেখানে অংশ নিতে। আরেকটা অনুরোধ করছি(এটা মূলত অনুরোধ না, সাস্টিয়ান হিসেবে আমাদের দায়িত্ব) আমাদের মুভমেন্টের ব্যাপারে মিডিয়াকে জানাতে। এখানে আমি কয়েকটা প্রথম সারির মিডিয়ার যোগাযোগের ঠিকানা দিয়ে দিচ্ছি, সবাইকে অন্তত একটা করে মেসেজ বা মেইল পাঠাতে হবে। সময় টিভিতে মেসেজ পাঠানোর জন্য post লিখে(এখানে p টা অবশ্যই স্মল লেটারে হবে) স্পেস দিয়ে সংক্ষেপে ঘটনাটা লিখে 16242 নাম্বারে এসএমএস করতে হবে। একটা নাম্বার থেকে একটাই SMS করতে হবে, যত বেশি ভিন্ন নাম্বার থেকে SMS যাবে, সময় টিভিতে তত বেশি গুরুত্বের সাথে নিউজটা নেয়া হবে। একটা নমুনা মেসেজ দিয়ে দিচ্ছি(আমি যেটা পাঠিয়েছি), আপনারা চাইলে হুবহু এটা কপি করে পাঠাতে পারেন কিংবা নিজের মতো করে লিখে নিতে পারেন: post Due to political chaos Shahjalal University of Science & Technology, Sylhet is closed for approximately 25 days. No proper steps have been taken yet. A human chain will be organized in front of varsity gate at 11 am, tomorrow demanding unbarring the varsity as soon as possible. যারা যারা মেসেজ পাঠাচ্ছি, তাদেরকে অনুরোধ করছি এখানে কমেন্টে জানিয়ে দিতে। তাহলে বুঝা যাবে আমরা কতজন মেসেজ পাঠালাম। আরও কয়েকটা মিডিয়ার ইমেইল ও ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। সেগুলোতেও এরকম মেসেজ (কিংবা আরও বিস্তারিত লিখে) পাঠাতে ও ফোন করতে অনুরোধ করছি। প্রথম আলো: ০২৮১৮০০৭৮-৮১ কালের কণ্ঠ: ০২৮৪০২৩৭২-৭৫ সমকাল : ৮৮৭০১৭৯-৮৫ ৮৮৭০১৯৫ যুগান্তর : ০২৮৪১৯২২৮ jugantor.mail@gmail info@kalerkantho [email protected] newsdesk@banglanews24 news.bn24@gmail editor@banglanews24 report@poriborton news.editor@bdnews24 newsroom@bdnews24 স্ট্যাটাসটা সাস্টের অন্য সকল গ্রুপে ও নিজ নিজ ওয়ালে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্যও অনুরোধ করছি। সংগৃহীত ও সম্পাদিত From @ পরিতোষ পাল আমি না পাঠালে অন্য কেউ না কেউ পাঠাবেই, এর ভরসায় বসে থাকলে ফলাফল শূন্য ছাড়া কিছু মিলবে না।
Posted on: Sun, 14 Dec 2014 08:45:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015