আমরা ছেলে, আমরা - TopicsExpress



          

আমরা ছেলে, আমরা নির্যাতিত চেষ্টা করলাম । € মেডিকেলিয় ছেলেদের কষ্টগুলো ১ম কাহিনী: আজ ওয়ার্ড ক্লাস করছিলাম । একজন female পেশেন্ট আসলেন । তারপর স্যারের আদেশে আমরা ৩০ জন হাফডাক্তার তার উপড় হামলে (!) পড়লাম । কিছুক্ষন পর স্যার আসলেন । ভাগ্যের নির্মম পরিহাস উনি ছিলেন breast abcess এর পেশেন্ট । So, the ultimate result is, ছেলেরা বাইরে চলে যাও । তোমাদের এই পেশেন্ট দেখা হবে না । আমরা ছেলে, আমরা নির্যাতিত । ২য় কাহিনী: আরেকদিন সার্জারি ওয়ার্ড করছি । ঐ এক ই ব্যাচ এক ই স্যার । স্যারের পড়ানো শেষ । Attendence দিয়ে চলে যাচ্ছি । কিছুক্ষন পর স্যার ফোন করে ডেকে পাঠালেন । আমরা তো নেপোলিয়ান না যে গেলাম , দেখিলাম এবং জয় করিলাম । কিন্তু নারীগন আগেই গিয়ে উপস্থিত ( কারন তাদের হোস্টেল হাসপাতালের খুব ই নিকটে ।আরেকটা কারন বলা যাবে না ।) । তাই প্রথমেই স্যারের ঝারি খেলাম । পরে শুনলাম স্যার ও এই কেবল এসেছে । তো পেশেন্ট এর কাছে যাওয়া হলো । দেখা গেল তার Scrotal swelling. স্যার বললেন সবার ই একা একা Examination করতে হবে এবং প্রথমেই মেয়েরা । মেয়েরা Examination করতে করতেই পেশেন্ট বিরক্ত । স্যার বললেন আর না । এবার ও আমরা ছেলে, আমরা নির্যাতিত । এই নির্যাতন এর শেষ কোথায় ? মেডিকেল জাতির বিবেকের কাছে প্রশ্ন । মন্তব্যঃ এই লেখক অ্যাডমিন পদপ্রার্থী। একে ১০ মধ্যে কতো দেয়া যায়??
Posted on: Sun, 20 Oct 2013 08:30:16 +0000

Trending Topics



ss="stbody" style="min-height:30px;">
✖ Mico 4520-B6-CP-T Provincial Polished Chrome Shower Trim

Recently Viewed Topics




© 2015