আয়াতুল কুরসীর - TopicsExpress



          

আয়াতুল কুরসীর ফজীলত [শেয়ার করে সবাইকে জানিয়ে দিন] ★ যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাযের পর আয়তুল কুরসী পড়িবে, তাহার বেহেশতে প্রবেশ মৃত্যু ব্যতিত আর কিছুই বাঁধা দিতে পারে না। ★ সহীহ্ বুখারী শরীফে লিখিত হয়েছে যে-,যে ব্যাক্তি প্রভাতে ও শয়নকালে আয়াতুল কুরসী পড়ে আল্লাহ তাহার সয়ং রক্ষক। সুতরাং দিবা রাত্রি শয়তান তাহার কাছে আসিতে পারবে না। শয়তান নিজে অঙ্গিকার করেছে যে,- যে ব্যাক্তি আয়তাল কুরসী পড়বে আমি তাহার নিকট যাইবো না। ★ প্রত্যেক ফরয নামাজের পর ১ বার করে পাঠ করলে রিজিক বৃদ্ধি পাবে। হযরত রাসূল (সাঃ) মৃত্যুর সময় হযরত আজরাইল (আঃ) বলেছেন যে, আপনার উম্মতগনের মদ্ধে যে ব্যাক্তি প্রত্যেক ফরয নামাজের পর ১ বার করে পাঠ করবে আমি তাহার রুহু অতি সহয়ে কবজ করবো। ★ কোন কাজে রওনা হওয়ার পূর্বে এই আয়াত পড়ে প্রথমে বাম পা আগে ফেলিয়া রওনা হবে তবে সে কাজে অবশ্যই শুফল পাবে। (ইহা ইমিম কুফী (রহঃ) এর বর্না ও বহু পরিক্ষীত) ★ রাতে একাকী চলবার সময় জ্বীন,পরী, শয়তান এ সব আক্রমন করতে পারবে না বা আক্রমন করলে পালিয়ে যাবে এ আয়াত পড়িলে। (বহু পরিক্ষীত) ★ বস্তুত আয়তুল কুরসীর এত ফজীলত যা বলে শেষ করা যাবে না। কুরআনের সর্বশ্রেষ্ট আয়াত সমুহের মধ্যে এটি অন্যতম। লেখাটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।
Posted on: Sun, 30 Nov 2014 03:24:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015