আর পারি না বুইড়া,প্লে - TopicsExpress



          

আর পারি না বুইড়া,প্লে গ্রুপ থেইকা আয় ঘুইরা :/ এরশাদ জাতীয় বেঈমান-হেফাজতে ইসলাম যুক্তিঃ- যারা বা যে ব্যক্তি ইসলাম বিরোধী দলকে সহায়তা করে ক্ষমতায় আসার জন্য,মুসলিমরা তাদের এইভাবেই বেঈমান উপাধি দিয়ে বয়কট করবে :) [মূলকথা] ও কাক্কু হাটহাজারীতে সেইদিন দোয়া আনতে গেছিলা...দিলো তো আইক্কাওয়ালা বাঁশ ভইরা :P কিচ্ছু করার নাই ব্যথা পাইলেও গিরা গুইনা গুইনা হজম করো,আর ভুভু তো আছেই সেলাই লাগলে ওনারে কইরা দিতে কইয়ো...তোমারে বেঈমান/বেহায়া/লুচ্চা কইয়া লাভ নাই... হাছিনা ভুভুঃ-কাইন্দো না তুমি,কাইন্দো না তুমি,মুইছা যাইবো চক্ষুর কালি,দেহো আইজ দেশে,কত্ত মানুষ আদর কইরা দেয় তোমগো জোটরে গালি :D #_চর্ম_রোগীদের_উদ্দেশ্যেঃ- (যারা চুলকানিতে ভুগছেন,কিন্তু মলম পাচ্ছেন না) কল্পনা নয় সত্যি,স্বপ্ন নয় বাস্তব অসাধ্য কে সাধন,অবাধ্যকে বাঁধন দীর্ঘ দিনের গবেষণা শেষে,হু.মু.এ.কাক্কু নিয়ে এলো চুলকানির জন্য কার্যকরী এক মলম #স্বৈরাচার_মলম ... এক ফাইল ই যথেষ্ট :D ... এই মলম ইউজ করলে কোন কথাতেই আপনার চুল্কোবে না...শত অপমান/অপদস্থ হওয়ার পরেও আপনি থাকবেন রিফ্রেশ...এই মলম সম্পর্কে আমাদের দেশের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তিত্তের অভিমতঃ- #এরশাদ (মলমের আবিষ্কারক);- আপনারা গত কয়েকদিনের নিউজ দেখলেই বুঝতে পারবেন এই মলমের কার্যকারিতা কতটা হাইব্রিড :D #হাছিনা ভুভুঃ- গত ৫ বছর আমি এই মলম ইউজ করছি আপনারা যারা চুলকানির সমস্যায় ভুগছেন তারা ইউজ করে দেখতে পারেন আশা করি হতাশাগ্রস্থ হবেন না...আমি ভুভু আমি ই গ্যারান্টি :D #মখাঃ- এই মলম লাগিয়েই মনে হয় বিম্পির পোলারা ধাক্কা দিয়ে রানা প্লাজা ফেলাই দিছিলো :D তাই এই মলম চরম কাজ করে #সাহারা_বানুঃ- এই মলম ইউজ করার পর ই সাহারা তালা আবিষ্কারের কথা মাথায় আসছিলো তাই আমি বলবো ইহা চুলকানি দমনের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে :) #জইল্লা_অনন্তঃ- অসম্ভব কে সম্ভব করাই এই মলমের কাজ :) #সাকিপ_কানঃ- এই মলম ইউজ করেই আমি অপু আপুর সাথে এতদিন টিকে আছি ;) #অপু_নিঃশেষঃ- আই অ্যাম রিয়েলি ইঞ্জইং দিজ স্বৈরাচার মলম ইটজ ওয়ারকড প্রপারলি উইদ মি ^_^ #ইভা_রহমানঃ- উহহ !! যখন আমার গলায় খাউজ আই মিন,চুল্কনি জাগে তখন ই আমি এটা ইউজ করি ... তাই,এতো সুন্দর করে কোকিলের মতো সুরে গান পরিবেশন করে দর্শকদের হ্যাপি করে আলোচনার শীর্ষে থাকি... অবশেষে, #_মন্তব্য_নিষ্প্রয়োজন_বাবু_;-যাদের স্ট্যাটাসে চুলকানির ব্যারাম আছে,তারা ঐ মলম ইউজ করবেন...নাইলে,আমি ই ঐ মলম আপনারে লাগাই দিমু... 3:-)
Posted on: Tue, 19 Nov 2013 07:28:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015