আলো অন্ধকারে যাই লোক - TopicsExpress



          

আলো অন্ধকারে যাই লোক সমাজে ভালো হয়ে চলতে হয় নিজেকে খুব পরিপাটি ইয়ে দেখাতে হয় জীবন যেন উপাসনালয় আমি যেন পোপ বউয়ের সামনে পাখির ফোন, আমি বলি চোপ। বউ মানে বোঝেনইতো এক থাল চাঁদ এক ভাল ছাত্রী রঙ ঢং কিছুই জানেনা গুডি গুডি গার্ল প্রশংসার পাত্রী। আওরঙ্গজেবের ঠ্যাঙ্গানি খেয়ে আশরাফ সেজেছি আজ ভেতরে সেই সাঁওতাল মহুয়ার গন্ধে বুনো মৌলিক সাজ। সারাক্ষণ ভালো লাগেনা এই ব্যকরণ বইয়ের মতো শুদ্ধ মুখোশ চারপাশে কি এক বিষণ্ণ নিয়নের জীবনের পড়ে থাকা পাপোস। চাঁদনী রাতে তাই আলো অন্ধকারে যাই; বাতিঘরের বোঝা ফেলে হঠাত পালাই প্রেম উদ্দাম নাচের আশ্লেষে ধেয়ে আসা পাখির সঙ্গে বুলবুলি আখড়াই। কোনটা কী বুঝিনা; জীবন মানেই আধেক অন্ধকার আর আধেক আলো, দরকার নাই কতগুলি অপদার্থ পারুল কবিরের মুখে ভালো তুমি ভালো। জীবন বড় নাকি সার্টিফিকেট! সার্টিফিকেটের পাহাড়ে চাপা পড়ে ঘুড়ি-লাটাই রাখো তোমার মান-জীবনের ক্লিশে অক্ষম সংজ্ঞা তোমার কাছে, আলো-অন্ধকারে যাই। https://youtube/watch?feature=player_embedded&v=TWcSSDtSz0o
Posted on: Fri, 11 Apr 2014 15:35:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015