আসসালামু আলাইকুম । বন্ধু - TopicsExpress



          

আসসালামু আলাইকুম । বন্ধু একটি অতিব গুরুত্বপূর্ণ বিষয়ে মানসম্মত কথা উপস্থাপন করছি । আশাকরি status টি একটা বার হলেও পড়বেন । "অমুসলিমকে কি সালাম দেয়া যাবে?" উত্তরঃ হ্যাঁ দেয়া যাবে কুরআন থেকে রেফারেন্সঃ * "ইবরাহীম বললেন (তাঁর পিতাকে) সালামুন আলাইকা" [sura maryam : 47] অথচ ইবরাহীমের পিতা ছিল কাফের । * "মুসা (আ) ও হারুণ (আ) কে আল্লাহ নির্দেশ করলেন যখন ফেরাউন ও অন্যান্যের কাছে যাবে তারা যেন বলে শান্তি (সালাম) তাদের প্রতি যারা সত্‍ পথ অনুসরণ করে" [sura toaha : 47] অথচ ফেরাউন কি ছিল? অমুসলিম হাদিস থেকে রেফারেন্সঃ একদা রাসুল (সা) এমন এক সমাবেশের পাশ দিয়ে গমন করেন, যেখানে মুসলমান, মুশরিক ও ইহুদী রয়েছে । তা সত্তেও তিনি তাদেরকে সালাম দেন! [bukhari, muslim] সাহাবাদের থেকে রেফারেন্সঃ * ইবনে মাসউদ (রা) কে অমুসলিমকে সালাম দেয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন "হ্যাঁ" [Dress Code : Dr. Zakir Naik] * আবু উসামা রা অমুসলিমদেরকে সালাম দিতেন । [Dress Code : Dr. Zakir Naik] কৌশলী রেফারেন্সঃ অমুসলিমকে সালাম দিয়ে যদি তাকে ইসলামের দাওয়াত দেয়ার কাজটা সহজ হয় তাতে অসুবিধা কি? উল্লেখ্য, সালাম না দেয়ার পক্ষেও অনেক রেফারেন্স আছে । তবে আমি সালাম দেয়ার পক্ষে! গুরুত্তপূর্ণ মনে হলে শেয়ার করেন । মোবাইল দিয়ে অনেক কষ্টকরে লেখা । কপিও করতে পারেন । কার্টেসী লাগবেনা । এডমিন gk
Posted on: Sat, 22 Jun 2013 10:46:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015