আহত ডা. মিঠু(Mithu) ভাইয়ের কাছ - TopicsExpress



          

আহত ডা. মিঠু(Mithu) ভাইয়ের কাছ থেকে শুনলামঃ Generalized Anxiety Disorder এর পেশেন্ট আসছিল; রোগীর Tachypnea ছিল। এটেন্ডেন্টের অভিযোগ- রোগী শ্বাস নিতে পারছে না। এর ম্যানেজমেন্টে ইন্টার্ন ডাক্তার রোগীকে এটেন্ডেন্টের কথা মত অক্সিজেন না দিয়ে বরং রোগীর নাক-মুখ চেপে ধরেন। ফলশ্রুতিতে এটেন্ডেন্ট কর্তব্যরত ডা. সুব্রতকে শারীরীকভাবে হেনস্থা করে। এতে ওয়ার্ডের ডাক্তাররা একজোট হয়ে এটেন্ডেন্টদেরকে হাসপাতাল থেকে বের করে দেয়। পরে প্রভাবশালী এটেন্ডেন্ট আরও কিছু লোক জড় করে এবং সাংবাদিকদের সাথে নিয়ে ওয়ার্ডে প্রবেশ করতে যায়। ডাক্তাররা আবারও তাদের বের করে দেন। তৃতীয় দফায় রোগীর লোকজন ও সাংবাদিকরা লাঠি-হকিস্টিক হাতে নিয়ে ওয়ার্ডে আক্রমণ করে এবং ডা. মিঠুর মাথায় আঘাত করে। ডা. মিঠু আক্রমণকারী ওই সাংবাদিককে জড়িয়ে ধরে আটকে রাখেন। সহকর্মীকে আহত দেখে অন্যান্য ডাক্তাররা আক্রমণকারীদের ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়। এতে ডা. মিজান, ডা. মিতু, ডা. সোমা, ডা. বাক্কারসহ বেশ কয়েকজন চিকিৎসক আহত হন। এবং চারজন সাংবাদিকসহ বেশ কয়েকজন এটেন্ডেন্ট আহত হয়। ২টি টিভি ক্যামেরা ভাঙ্গা হয়। মজার ব্যাপার হল, এত হৈ-হুল্লোড়ের শব্দ শুনে সেই GADএর পেশেন্ট স্বাভাবিক হয়ে যায় এবং ওয়ার্ডের ভেতরে বসে ঘটনা দেখতে থাকে। পুরো সময় জুড়ে পুলিশ ওই এটেন্ডেন্ট ও সাংবাদিকদের রক্ষায় ব্যস্ত ছিল। মিঠু ভাইয়ের মাথায় ৩টা স্টিচ পড়েছে। পরবর্তী কাহিনী সবার জানা...... তবে টিভির স্ক্রলে যে রোগীমৃত্যুর খবর আসছে, তা কোনভাবেই ওই রোগীর না বলে নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডে ওইসময়কার ডিউটিরত ডাক্তার। ------------------------------- Tachypnea(ঘনঘন শ্বাস নেয়া)র ফলে শরীরে অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধি পেয়ে মানুষের মস্তিষ্কের রেসপিরেটরি সেন্টার ডিপ্রেসড হয়ে যায়; ফলে শ্বাস নেয়া বন্ধ হয়ে যায়। এসময় রোগীকে শ্বাস নেয়া বন্ধ রাখতে হয়। ফলে শরীরে অক্সিজেনের ঘনত্ব কমে আসে এবং রেসপিরেটরি সেন্টার আবার কাজ শুরু করে।
Posted on: Sun, 20 Apr 2014 19:29:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015