আহমেদ শেহজাদ কি বলেছিলেন - TopicsExpress



          

আহমেদ শেহজাদ কি বলেছিলেন দিলশানকে? ভিডিও থেকে ভালো করে শুনলাম। if you are a non-Muslim and you turn Muslim, no matter whatever you do in your life, straight to heaven. অনুবাদ করলে ‘তুমি যদি অমুসলিম হও এবং ইসলাম গ্রহণ কর, তাহলে জীবনে যাই করে থাক না কেন সোজা জান্নাতে যাবে।’ দিলশান তার এই প্রস্তাবে কি জবাব দিয়েছেন, তা শোনা যায়নি। মনে হলো হেসে কিছু বললেন। তারপর শেহজাদ বললেন, Then be ready for the fire. এরপর দিলশানকে হাসতে দেখা যায়। কথোপকথনটি বৈরী ভাবাপন্ন মনে হয় নি। শ্রীলংকান বোর্ডের পক্ষ থেকে এ ব্যপারে কোনো উচ্চবাচ্চ্য হয় নি, কোনো অভিযোগ হয় নি। তবে ভারতীয় মিডিয়াতে Shehzad attacks Dilshan over religion জাতীয় শিরোনাম আসছে। পাকিস্তান বোর্ড শেহ্জাদের কাছে কৈফিয়ত তলব করেছে। শেহজাদ বোর্ডকে জানিয়েছেন, সেটি ছিল দিলশানের সঙ্গে তার একান্ত ব্যক্তিগত আলাপ। এর বেশি কিছু নয়। বাই দা ওয়ে, দিলশানকে ধর্মীয় উপদেশ দেয়ার আগে পাকিস্তান শ্রীলংকার কাছে গো-হারা হারে। পাকিস্তানের ১০২ রানের জবাবে শ্রীলংকা সহজেই ৩ উইকেটে তোলে ১০৪। দিলশান অপরাজিত থাকেন ৫০ রানে। শ্রীলংকা সিরিজ জেতে ২-১ এ। https://youtube/watch?v=zpMjlLjy1Cc
Posted on: Thu, 04 Sep 2014 12:57:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015