ইদানীং বাংলাদেশী ফেসবুক - TopicsExpress



          

ইদানীং বাংলাদেশী ফেসবুক একাউন্ট গুলোতে চরম আকারে স্প্যামিং Apps দেখা যাচ্ছে। এই প্রোগ্রামগুলোর কাজ হলো - আপনি হয়তো কিছুই পোস্ট করেননি বা কোন কমেন্ট করেননি কোথাও কিন্তু এই প্রোগ্রামগুলো আপনার হয়ে নানা জায়গায় কমেন্ট এবং লিঙ্ক সাবমিট করবে। বেশীরভাগ সময়ে এগুলো নানা ওয়েবসাইটের লিঙ্ক হয়ে থাকে। এ থেকে মুক্তি পাওয়া সহজ! আপনার ফেসবুকের প্রাইভেসি সেটিংসে গিয়ে যত External App কে পারমিশন দিয়েছেন, সব ডিলিট করে দেন। নিরাপদ রাখুন নিজের সব ডাটা। ধন্যবাদ
Posted on: Sat, 25 Jan 2014 18:43:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015