ইসলামী ফাউনডেশন এর চাঁদ - TopicsExpress



          

ইসলামী ফাউনডেশন এর চাঁদ দেখার সংবাদঃ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। রাজশাহী বিভাগের গাইবান্ধা ও ঠাকুরগাঁওয়ে এ চাদ দেখা গেছে বলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল জানিয়েছেন। সে হিসেবে ১৬ অক্টোবর পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। ইন্নাল হামদালিল্লাহ, ওয়াস সলাতু ওয়াস সালামু আলা রসুলিহিল কারিমঃ আফসোস! কে এই সামিম আফজাল? একজন কবর পুজারি, মাজার পন্থি বেরলভি, আমরা এর কথাকে গ্রহন করে জিল হাজ্জ মাস গননা শুরু করলাম, কিন্তু মক্কা মদিনার তাকওয়া সম্পন্ন আলেম গনের সাক্ষ্য আমাদের কাছে গ্রহন যোগ্য নয়, সাড়া দেশে চাঁদ দেখা যায়নি, গাইবান্ধায় চাঁদ দেখার সংবাদ আমরা নিচ্ছি, কিন্তু মক্কা, মদিনার চাঁদ দেখার সংবাদ আমাদের কাছে গ্রহন যোগ্য নয়, যদিও বিশ্ব এর ৫৭ টি মুসলিম রাষ্ট্রের মধ্যে ৫০ এর অধিক দেশ এটা গ্রহন করছে, অমুসলিম দেশের মুসলিমরাও মক্কা, মদিনার সংবাদ গ্রহন করছে। আমারা উপমহাদেশের দেশ গুলী গ্রহন করতে পারছিনা। কিন্তু কেন? এর সারিঈ ভিত্তি কি?
Posted on: Sun, 06 Oct 2013 14:41:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015