ইসলামী রাস্ট্র - TopicsExpress



          

ইসলামী রাস্ট্র কায়েম হলে ক্ষমতার মুল নেতৃত্ব মহিলার হাতে থাকা স্বাভাবিক নয়। কিন্তু স্বৈরশাসককে অপসারণের উদ্দেশ্যে বিকল্প পুরুষ নেতৃত্ব পাওয়া না গেলে রাজনৈতিক প্রয়োজনে কোন মহিলার নেতৃত্ব অপরিহার্য হলে সাময়িক ভাবে তা মেনে নেয়া যায়। এ বিষয়ে ১৯৬৫ সালে সামরিক স্বৈরশাসক অাইয়ুব খানের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সম্মিলিত বিরোধী দল ( COP) যখন মুহতারামা ফাতেমা জিন্নাহকে প্রার্থী মনোনয়ন দিতে চাইলো তখন মুফতীয়ে অাযম মাওলানা মুহাঃ শাফী, মাওলানা এহতেশামুল হক থানবী রহঃ, মাওলানা অাতহার অালী রহঃ, মাওলানা শামসুল হক ফরিদপুরী রহঃ সহ অনেক ওলামায়ে কেরাম এতে সম্মতি দিলেন। * ( টিকা : জামায়াতে ইসলামী COP অন্তর্ভুক্ত থাকায় প্রেসিডেন্ট পদে মহিলা প্রার্থী দেবার ব্যাপারে পরামর্শের জন্য মুফতি শাফী সাহেবের করাচিস্ত বাসভবনে ৫ সদস্যের যে ডেলিগেশন পাঠিয়েছিল অামি ( গোলাম অাযম ) তাদের একজন ছিলাম। মুফতি সাহেব সম্মতি দেবার পর জামায়াত বৈঠকে এ বিষয়ে একমত হয়। ) সুতরাং যালেম ও ইসলাম বিরোধী সরকার থেকে দেশ ও জনগনকে রক্ষার উদ্দেশ্যে কোন রাজনৈতিক অান্দোলনে কোন পুরুষ নেতৃত্বের পক্ষে সর্বদলীয় ঐক্যের অভাবে নারী নেতৃত্বের সমর্থনেরর পক্ষে ঐক্যমত্তের উদাহারন রয়েছে। জামায়াতে ইসলামী মহিলা নেতৃত্বের সাথে জোট বেধেছে বলে যারা গলা ফাটায় তারা যেন এ ইতিহাস গুলো ভালো ভাবে পড়ে নেয়। কপি @ ইউছুপ নিজামী.
Posted on: Thu, 18 Dec 2014 09:04:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015