ইয়া আইয়্যুহাল্লাযীনা - TopicsExpress



          

ইয়া আইয়্যুহাল্লাযীনা আমানুছ তাঈনু বিছছোবরি ওয়াছ ছোলাতি; ইন্নাল লাহা মাআছ ছোবিরীন। ওয়ালা তাক্বলু লিমাই ইয়ুক্বতালু ফী ছাবিলিল্লাহি আমওয়াতুন বাল্ আহইয়ায়ু্ও ওয়ালা কিল্লা তাশউরুন। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খাওফি ওয়াল জ্বয়ি, ওয়া নাকছিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুছি ওয়াছ ছামারাতি; ওয়া বাশশিরিছ ছোবিরীন। আল্লাযীনা ইযা আছোবাতহুম মুছীবাতুন ক্বালূ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজ্বিউন।। হে মুমিন গন! তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝ না। এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। তারা, যখন বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো। O you who have believed, seek help through patience and prayer. Indeed, Allah is with the patient. And do not say about those who are killed in the way of Allah , They are dead. Rather, they are alive, but you perceive [it] not. And We will surely test you with something of fear and hunger and a loss of wealth and lives and fruits, but give good tidings to the patient, Who, when disaster strikes them, say, Indeed we belong to Allah , and indeed to Him we will return. সূরা বাক্বারাহ ২ : ১৫৩ - ১৫৬
Posted on: Fri, 11 Jul 2014 09:38:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015