ইয়াসির কাজীর বিশ্লেষনে - TopicsExpress



          

ইয়াসির কাজীর বিশ্লেষনে গনমুখী ইসলামী কার্যক্রমে গনসংযোগ বিহীন সাংঘর্ষিক ফতোয়া ও করনীয় প্রথমেই বলে নিই এই মানুষটি কে! ইয়াসির কাজী (Yasir Qadhi) একজন আমেরিকান মুসলিম, ইসলামী বক্তা ও চিন্তাবিদ। রোজ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। তিনি ক্যামিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যচেলর করেন হিউস্টোন ইউনিভার্সিটি থেকে। এরপর তিনি মদীনা বিশ্ববিদ্যালয়এ প্রায় ১০ বছর পড়াশোনা করেন আরবী ভাষা ও ইসলামী স্টাডিতে এবং লাভ করে দ্বিতীয় ব্যচেলর ও মাস্টার্স ডিগ্রী। আমেরিকায় ফিরে এসে ইয়েল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী লাভ করে ধর্মতত্ত্বের উপরে। তিনি আল মাগরিব ইনস্টিটিউটএর একাডেমিক এফেয়ার্স বিভাগের ডীন হিসেবে আছেন। বিশ্বব্যাপী অসংখ্য টিভি চ্যানেল ও ইন্টারন্যাশনাল কনফারেন্সে তিনি বক্তব্য রেখেছেন ইসলাম, আধুনিক সমাজ ও বিজ্ঞানের নানা দিক নিয়ে। তাঁর প্রজ্ঞা ও দুরদর্শীতার আলোকে বলা কথাগুলোঃ আল্লাহ আমাকে মদীনায় ১০ বছর স্টাডি করার সুযোগ দিয়েছেন। এ সময়টায়, আলহামদুলিল্লাহ, আমি গোঁড়া ও অতিরিক্ত সমালোচনাকারী মানুষগুলোকে এড়িয়ে চলেছিলাম যারা অন্য মুসলিমদেরকে বাতিল ফেরকা বা পথভ্রষ্ট বলে মনে করতো। (এধরনের মানুষদের আমাদের দেশীয় সিম্পটম হলো সকল মুসলিমকে গনহারে আকীদা ঠিক নাই বলা)। ইসলামের ক্লাসিক্যাল বইগুলোর মাঝে নিজেকে ডুবিয়ে রেখে দিন-রাত অধ্যয়ন করে আমি নিজেকে পশ্চিমা রাষ্ট্রগুলোতে বসবাস করা ইসলামী কার্যক্রমের সাথে জড়িত অনেক কর্মী এবং চিন্তাবিদের কার্যক্রমের সমালোচক হিসেবে আবিস্কার করলাম। আমি মনে হলো যে যদি আমি সুযোগ পেতাম কাজ করার তবে আমি অন্যভাবেই তা করতাম। একবার একজন খুবই সুপরিচিত ও নামকরা ইসলামী সংগঠক ও দায়ী মদীনায় আমার কাছে আসলেন। আমার মনে আছে, আমি তাঁকে বলেছিলাম যে তিনি বা তাঁরা যেভাবে কাজ করছেন তা সঠিক পদ্ধতি নয়। আমার এখনো পুরোপুরি মনে আছে কোন পয়েন্টগুলোতে আমি তাঁকে কথাগুলো বলেছিলাম অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে। প্রায় দশ বছর হলো আমি জ্ঞানের সেই চাকচিক্যময় বুদবুদগুলোকে ছেড়ে এসেছি। আমি নিজে পশ্চিমা মানুষগুলোর মাঝে আবারও ইসলামী দাওয়ার কাজে আত্মনিয়োগ করেছি। এই দ্বিতীয় পর্যায়ে, আমি নিজেকে পশ্চিমা রাষ্ট্রগুলোতে কাজ করা ইসলামী সংগঠক ও চিন্তাবিদদের কাজের পদ্ধতির সমালোচক নয় বরং একজন সহানুভুতিশীল হিসেবে আবিস্কার করলাম। আমি তাদের সমালোচনা অনেক অনেক কমিয়ে দিলাম, বরং তাদের কাজগুলোর যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে থাকলাম। অথচ কয়েক বছর আগে আমি আমার একজন ভাইকে এবং তাদের কর্মকান্ডকে সমালোচনা করেছি। প্রায় ১০ বছর আগে। আমার এখনো প্রতিটি পয়েন্ট মনে আছে। কিন্তু এখন আমি বুঝতে পারছি অভিজ্ঞতা ও বাস্তব জীবনে সরাসরি মানুষের সাথে মিশে ইসলামের জন্যে কাজ করা আমাদেরকে বই ও প্রামান্য দলীলগুলোতে যা আছে তাঁর চেয়েও অনেক বেশী শিক্ষা দেয়। আমি ব্যক্তিগতভাবে এই জন্যে দুঃখ ভারাক্রান্ত যে আমি আমার ভাইয়ের এমন কার্যক্রমের সমালোচনা করেছি যার ভেতরে থাকা প্রজ্ঞা-দুরদর্শীতা-বাস্তবতা (হিকমাহ) এখন আমি নিজে অনুভব করছি। আমার আন্তরিক অনুরোধ আমার তরুন ভাইবোনদের প্রতি, যারা সবেমাত্র ইসলামের উপরে স্টাডি শুরু করেছো অথবা বিদেশে স্টাডি করছোঃ অন্যদের প্রতি সমালোচনাকে একপাশে সরিয়ে রাখো এবং নিজের স্টাডির প্রতি মনোনিবেশ করো। ইসলাম টিকে থাকবে এবং উম্মাহ অর্থাৎ মুসলিম জাতি তাঁর নিজস্ব পথে হাটতে পারবে তোমার সাহায্য ছাড়াই। গোঁড়ামিকে আকড়ে ধরো না এবং মনে করো না যে তুমি সবকিছু জেনে ফেলেছ বা বুঝে ফেলেছ। অপেক্ষা করো তখনো পর্যন্ত, নিজে যতদিন না অন্য মানুষদের সাথে মিশে ইসলামের কাজগুলো করছ এবং বাস্তব জীবনে ইসলামী কার্যক্রম পরিচালনায় এমন সমস্যাগুলো দেখছো যা ইসলামী বই বা প্রামান্য দলীলগুলো তোমাকে শেখায়নি। একজন সমালোচক হতে বিশেষ যোগ্যতার প্রয়োজন হয় না। হ্যাঁ, জ্ঞানের একজন ছাত্র বা একজন চিন্তাবিদ হওয়ার জন্যে তোমাকে অবশ্যই প্রামান্য দলীলগুলো পড়তে হবে। কিন্তু সেটি এই সংগ্রামের অর্ধেক মাত্র। বাকী অর্ধেক হলো তোমার আশেপাশের মানুষ ও সমাজটাকে বুঝতে পারা, এবং এটা এমন একটি বিষয় যা তুমি নিজে তোমার সময় ও শ্রম দিয়ে অভিজ্ঞতার আলোকে নিজেই শিখতে হবে। কোন বই বা প্রামান্য দলীল তোমাকে এব্যাপারে সাহায্য করবে না। Source English text: Allah blessed me to study in Madinah for ten years. During that time, alhamdulillah I avoided the hard-core, over-zealous crowd (those who considered everyone a deviant or misguided). Yet, surrounded by books and studying classical texts hundreds of years old, I found myself internally criticizing many of the activists and scholars living in the West, and feeling that if I had the chance I would do things differently. Once, one very famous activist visited me in Madinah, and I remember advising him about a strategy of his and telling him that it was not appropriate of him to do that. I remember exactly what I said and all of my points to him vividly. It has been almost ten years since I left that beautiful bubble of knowledge, and immersed myself in dawah and with the masses here in the West. During this second phase, I have found myself criticizing activists and scholars less and less, and instead making more and more excuses for them. And a few years ago, I found myself doing EXACTLY the same strategy that I had, more than a decade ago, criticized in that other activist. And I remembered all of my points to him, yet I realized that experience and real-life interactions teach you more than books and classical texts. And I regretted chastising my brother in Islam for something that I myself now saw the wisdom in. My sincere advice to my younger brothers and sisters, who are just starting to study Islam, or are studying full-time overseas is: leave the criticism of others, and concentrate on your studies. Islam will survive, and the Ummah will continue down its path, without your input. Dont be overzealous and think you know it all. Wait until you yourself become active with the people, and see real-life problems that the classical texts havent taught you to handle. It takes zero qualifications to be a critic. Yes, in order to be a student of knowledge or scholar, you need to study the tradition. But thats only half the battle. The other half is to understand your people and community, and that is something you will have to do on your own, with time and experience, and not with the aid of books. Status link: https://facebook/yasir.qadhi/posts/10151973696338300?fref=nf Profile link: https://facebook/yasir.qadhi?fref=nf - Mohammad Ahsanul Haque Arif
Posted on: Mon, 03 Nov 2014 12:33:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015