ঈদ মোবারক পবিত্র ঈদুল - TopicsExpress



          

ঈদ মোবারক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতাঃ- পূর্ণমানঃ ২৫ সময়ঃ ৩০মিঃ 26. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অতিপ্রাকৃত গল্প কোনটি? A. একরাত্রি B. নষ্টনীড় C. ক্ষুধিত পাষাণ D. মধ্যবর্তিনী 27. প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ? A. নিশিথিনী B. নিশীথিনি C. নিশীথিনী D. নিশিথীনী 28. প্রশ্নঃ একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে? A. ১৮০ ডিগ্রী B. ২৭০ ডিগ্রী C. ৩৬০ ডিগ্রী D. ৫৪০ ডিগ্রী 29. প্রশ্নঃ 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? A. 3147 B. 2287 C. 2987 D. 2187 30.ক্রমানুসারে নিচের কোন শব্দটি তৃতীয় স্হানে বসবে? A. distributor B. manufacturer C. comsumer D. Retailer 31. প্রশ্নঃ Which of the following is demonstrative pronoun? A. he B. yourself C. those D. who 32. প্রশ্নঃ The people who carry a coffin at a funeral are called-----. A. undertakers B. supporters C. pallbearers D. mourners 33. প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের করব কোন জেলায় অবস্থিত? A. নাটোর B. চাঁপাই নবাবগঞ্জ C. জয়পুরহাট D. নওগাঁ 34. প্রশ্নঃ “গম্ভীরা“ বাংলাদেশের কোন অঞ্চলের লোক সঙ্গীত? A. চট্টগ্রাম B. চাঁপাই নবাবগঞ্জ C. জামালপুর D. রাঙ্গামাটি 35.. দাবা বোর্ডের কালো ঘরসংখ্যা থেখে একটি সাধারন তাসের প্যাকেটের লাল তাস সংখ্যা বিয়োগ করলে কত থাকে? a. 4, b. 5, c. 6, d. 8 36. প্রশ্নঃ জাতিসংঘের পতাকায় কোন দুইটি রং আছে? A. নীল ও সাদা B. নীল ও লাল C. সাদা ও লাল D. সাদা ও সবুজ 37. প্রশ্নঃ ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? A. সুষমা স্বরাজ B. মানেকা গান্ধী C. ঊমা ভারতী D. স্মৃতি ইরানি 38. বামেতর শব্দটির অর্থ কি? A. বামচোখ B. ডান C. ইতর D. বামদিক 39. অয়ময় নাটকটির রচয়িতা কে? A. হুমায়ুন আহমেদ B. রাবেয়া খাতুন C. সৈয়দ শামসুল হক D. জিয়া হায়দার 40. একটি বড় বাক্সে ৩ টি বাক্স আছে এবং ঐ ৩ বাক্সে ৩ টি করে ছোট বাক্স আছে। বড়টি সহ মোট কতটি বাক্স আছে? a. 13 b. 15 c. 18 d. 20 41. Trees have ________ off their leaves. a. fallen b. thrown c. cast d. put 42. Man is born free and everywhere he is an chains was stated by __________. a. Socrates b. Plato c. Hobbes d. Rousseau 43. ৯৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ ও ৬ দ্বারা বিভাজ্য হবে? A. ২১ B. ২৯ C. ৩৩ D. ৩৯ 44. তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে? A. ২৭ B. ২৯ C. ৩০ D. ৩২ 45. ---- এর সাথে জীবনানন্দ দাসের যে সম্পর্ক -----এর সাথে জসীম উদ্দীনের সেই সম্পর্ক। a. নাটোর, রসুলপুর b. নাটোর, বরিশাল c. কবিতা, গান d. কবি, গীতিকার 46. বাংলাদেশের ফৌজদারী ও দেওয়ানী আদালতসমূহ কোন মন্ত্রণালয়ের উপর ন্যস্ত? A. জনপ্রশাসন মন্ত্রণালয় B. আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় C. স্বরাষ্ট্র মন্ত্রণালয় D. কোনোটিই নয় 47. বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? A. ২ (ক) B. ৫ C. ৮ D. ২৭ 48. হোচিমিন নগরের পূর্বনাম কি? A. সায়গন B. হ্যানয় C. ভিয়েতনাম D. ভিয়েনতিয়েন 49. GIZ কোন দেশের সংস্থা? A. জাপান B. সুইজারল্যাণ্ড C. জার্মানী D. বেলজিয়াম 50. আপন কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কে? A. ভাগ্নে B. ভাতিজা C. ভাই D. মামা ভুল উত্তরের জন্য কোন মার্ক কাটা যাবে না । কমেন্টে কেউ উত্তর দিবেন না । উত্তর পাঠানোর ঠিকানা ও নিয়মাবলীঃ- যাদের আইডি রেজিষ্টেশন হয়নি তারা নিচের ৪টা option পূরন বাধ্যতামূলক অন্যথায় কারো উত্তর গ্রহন করা হবে না 1.ID Name: 2.SSC Roll No: 3. Board: 4.Passing Year: আর যাদের ID রেজিষ্টেশন হয়েছে তারা নিচের Option ৩টা অপশন পূরন করবেন 1.Name 2. ID Name 3.Regstation No যারা SSC নিচে তারা JSC তথ্য দিবেন । যেভাবে উত্তর সাজাবেনঃ 1.A 2.A 3.A 4.A ..... ..... ... উত্তর পাঠানোর ঠিকানাঃ- https://m.facebook/messages/thread/455209634606868/?refid=12 ০৮/০৮/২০১৪ মোট ৪দিনের কুইজের ফলাফল একত্রে দেওয়া হবে এবং ১০/০৮/২০১৪ ১৩ জনকে পুরষ্কার প্রদান করা হবে [বিঃদ্রঃ-যাদের আইডি রেজিষ্টেশন আছে ভাল । আর যাদের আইডি রেজিষ্টেশন হয় নায় তারা উত্তরপত্রের­­ সাথে প্রদত্ত তথ্যের উপর আপনার আইডি রেজিষ্টেশন করা হবে । বিস্তারিত জানতে কল করুন =০১৯১৩৩৩৫০৫৫] কমেন্টে কারো উত্তর গ্রহযোগ্য হবে না এবং পর পর চার দিনের ২৫মার্ক করে মোট ১০০মার্কের কুইজের উর মোট মাকিং করে ফলাফল দেওয়া হবে । আজকের কুইজের উত্তরমালা আগামিকাল ১২:০০ দেওয়া হবে । ধন্যবাদ সবাইকে #এডমিন_প্যানেল
Posted on: Thu, 31 Jul 2014 16:02:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015