ঈদের পর থেকে হোমপেইজে - TopicsExpress



          

ঈদের পর থেকে হোমপেইজে দেখলাম অনন্ত জলিলকে, তার নতুন মুক্তি পাওয়া ছবি নিয়ে ভালো মতো পঁচানো হচ্ছে আচ্ছা...বলেন তো শুনি তার দোষ/ভুল গুলো কি? ...আমি বলি, আমার মনে হয় তার ভুলগুলো কি; -এই গরীব দেশে, ৫০০০+ লোকের কর্মসংস্থান করে …সে বিরাট ভুল করছে -আমাদের মতো মিসকিন জাতিকে কোটি টাকা দামের মুভি দেখিয়ে …সে বিরাট ভুল করছে -ভারতীয় নকল ছবির জায়গায় ফ্রেশ স্ক্রিপ্ট এর মুভি দেখিয়ে… সে বিরাট ভুল করছে -বাংলা মুভিকে রিকশা ওয়ালা লেভেল থেকে আধুনিক/শিক্ষিত দর্শকদের পর্যায়ে আনার চেষ্টা করে… সে বিরাট ভুল করছে -গাজী ট্যাংকির মত নায়িকার জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করে … সে বিরাট ভুল করছে -বাঙ্গালী, আগে কাঠের ডামিতে টুশটুশ পটকা ফাটা দেখত, সেখানে সে মুভিতে হাজার ডলারের ব্ল্যাংক গান দেখিয়ে …বিরাট ভুল করছে -সে ডিপজলের মতো মাফিয়া গডফদার হতো, তাহলে টক শো’র হোস্টরা তার পা চাটত, বাট সভ্য সিআইপি হওয়ায়… সে বিরাট ভুল করছে -- ... ভারত যদি শাহরুখ খানকে এভাবে প্রথম থেকে কটাক্ষ করতো তাহলে সে আজ ‘আন্না রাস্কেলা মাইন্ড ইট’ এর মধ্যেই আটকে যেতো... এতদুর পৌঁছাতে পারতো না; বা পৌঁছানোর পরেও RaOne এর মতো মুভি করার সাহস পেত না তারা পুরো জাতি তাদের সুপার স্টারকে উঠানোর চেষ্টা করে... আর আমরা করি, নামানোর চেষ্টা; ... ভেজিটেরিয়ান জাতি এটা বুঝে গেছে যে, তাদের একজনকে বিশ্বের কাছে তুলে ঠেলে ধরতে পারলে, অটোম্যাটিক ভাবেই পুরো জাতি কিন্তু সিঁড়িতে, এক স্টেপ উপরে উঠবে কিন্তু এই সিম্পল থিওরিটা, আমরা বুঝি না বুঝবই বা কেমনে? লক্ষ্য করে দেখবেন, ‘যারা অনন্ত জলিলকে নিয়ে কটাক্ষ করে, তারা কিন্তু সিনেমা হলে, জাতীয় সঙ্গীতের সময় কোনও দিন দাঁড়ায় নাই ...বা... দায়সারা ভাবে দাঁড়ায়’ টানটা আসবে কেমনে ভাই? বিষয়টা কিন্তু শুধু, অনন্তের ক্ষেত্রে না... ...হউক না লোকটা; এম এ জলিল (তদন্ত) -বাড্ডা থানা ..আমরা সাপোর্ট না দিলে, তারা কিন্তু নিচে পড়বে, আমাদের নিয়েই তাই; সমালোচনা জিনিসটা বৃষ্টির মতোই পরিমিত হওয়া উচিত যেটা, মানুষকে বাড়তে সাহায্য করবে... উপড়ে ফেলতে না thnx arif r hossain
Posted on: Sun, 18 Aug 2013 08:48:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015