উইন্ডোজ ৭ ল্যাপটপকে - TopicsExpress



          

উইন্ডোজ ৭ ল্যাপটপকে বানিয়ে ফেলুন হটস্পট ,কোন সফটওয়্যার ছাড়াই =========================================== সফটওয়্যার ছাড়াই উইন্ডোজ ৭ ব্যাবহারকারীগণ ল্যাপটপকে হটস্পট বানিয়ে বাড়ীর অন্যান্য কম্পিউটারে ইন্টারনেট অথবা ফাইল শেয়ার করতে পারবেন। fifi কি কি লাগবে? - ডেক্সটপের জন্য wi-fi adapter - ল্যাপটপ (বেশীরভাগ ল্যাপটপেই wi-fi adapter বিল্ড-ইন থাকে) wifi কিভাবে? প্রথমে, Start-> Accessories -> command-promptের উপর মাউসের right-click প্রেস করুণ, এখন, “Run as Administrator” সিলেক্ট করুণ। তারপর, নিচের কমান্ডগুলো টাইপ করুণ এক-এক করে। - netsh wlan set hostednetwork mode=allow ssid=MyNet key=MyPassword (এখানে, MyNet-এর স্থলে আপনার নেটওয়ার্ক নেম দিন; আর, MyPasswordএর স্থলে আপনি যে পাসওয়ার্ড দিতে চান। ১২ অক্ষরের নম্বর এবং ইংরেজি অক্ষর ব্যাবহার করাই শ্রেয়) - Enter চাপুন। - এখন, netsh wlan start hostednetwork টাইপ করে Enter চাপুন। - Control Panel > Network and Internet > Network and Sharing Centre > Change Adapter Settings > internet connection এর উপর Right-Click করে Properties > Sharing tab > ’Allow other network users to connect…’ টিক দিন > আপনার ভার্চুয়াল WLAN নেটওয়ার্ক সিলেক্ট করুণ। - এখন, আশেপাশের ওয়ারলেস ব্যাবহার করার ডিভাইস সার্চ/স্ক্যান করলেই আপনার কম্পিউটার দেখতে পারবেন। Connect/share করতে চাইলে Simply আপনার উপরে দেয়া SSID এবং password ব্যাবহার করলেই হবে
Posted on: Sun, 28 Jul 2013 20:07:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015