উচ্চ ভলিউমে গান শুনছিলাম - TopicsExpress



          

উচ্চ ভলিউমে গান শুনছিলাম কম্পিউটারে । এমন সময় আমার এক বন্ধু ফোন দিল । কথা বলছিলাম এমন সময় সে বলল যে গানের ভলিউমটা কমাতে কারণ কথা নাকি শুনা যাচ্ছে না । আমি তাকে বললাম যে তোর যখন গানের জন্য কথা শুনতে সমস্যা হচ্ছে তাহলে কানে তুলা দিয়ে রাখলেই তো পারিস । তারপর সে আমার কথা মত কানে তুলা দিয়ে রাখল আর আমি কথা বলেই গেলাম । আসলে মানুষ এত বোকা কিভাবে হয় বুঝি না । সামান্য এসব বুদ্ধিও প্রয়োগ করতে পারে না :/ দ্য এনা-লগ পাগল ;)
Posted on: Wed, 31 Jul 2013 09:48:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015