এ লজ্জা কার? আমরা যতোই - TopicsExpress



          

এ লজ্জা কার? আমরা যতোই ফাকিস্তানিদের ব্যাপারে জিরো টলারেন্স দেখাই, লাভ কি হচ্ছে? বিমানের ফ্লাইটে প্রধানমন্ত্রীর খাবার টেষ্ট করতে গিয়ে আমার অভিজ্ঞতা খুবই হতাশার। নিজেকে খুব নোংরা লাগছিলো বলে শেয়ার করছি। বিমানের কান্ট্রি ম্যানেজার সাহেব আমার বাসা থেকে আমাকে পিক করলেন। গাড়িতে উঠেই দেখলাম ড্রাইভার ফাকিস্তানি। লন্ডনে ফাকিস্তানি ছাড়া েকজন ড্রাইভার পাওয়া গেলো না দেখে অবাকই হলাম। এর পর গেলাম ফুড টেষ্টের জন্য। সেখানে শেফ এলেন খাবার নিয়ে, সেও একজন ফাকিস্তানি। আহ এখানে ফাকিস্তানি রেস্টুরেন্টেও বাংলাদেশী শেফের ডিমান্ড, সেখানে পাওয়া গেলো না একজন বাংলাদেশী শেফকে! অবাক হবার আরো বাকি ছিলো! ফুড টেস্ট এর পর গেলাম বিমানের হিথরো এয়ারপোর্টের অফিসে। আরাম করে বসা মাত্রই শুনতে পেলাম উর্দুতে কথা হচ্ছে। ২ জন মহিলা কাজ করছেন, তারা ফাকিস্তানি কিনা জিজ্ঞেস করতে রুচিতে বাধলো যখন দেখলাম তাদের সাথে উর্দুতে কথা বলছেন আমাদের বাংলাদেশ বিমানের লন্ডনের বড় বড় কর্তাব্যাক্তিরা! ফাকিস্তানি স্টাফ দেখে যতোটা অবাক হলাম, তার চেয়ে বেশী অবাক হলাম ইংরেজি বাদ দিয়ে এদেশে একটি অফিসে উর্দু বলতে দেখে, তাও খোদ বাংলাদেশী প্রতিষ্ঠানে। লজ্জায় মাথা হেট হয়ে এলো। ভাষার জন্য শহীদ হওয়া ও জেল খাটা সকলের জন্য একটু করুনা হলো কি? বলাকা প্রতীক হাসলো আমার দিকে তির্যকভাবে! বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার চিশতি সাহেবের নিবাস ফাকিস্তানে নাকি কে জানে? বাংলাদেশ বিমানের ইংল্যান্ডের দায়িত্বে ( কান্ট্রি ম্যানেজার) দেশপ্রেমিক কাউকে দেয়া হোক এই দাবী সময়ের দাবী। দেশপ্রেমিক কেউ এই দায়িত্ব পেলে নিশ্চয়ই ঝেটিয়ে বিদায় করবেন সকল ফাকিস্তানিদের। আমাদের টাকা যাবে ফাকিস্তানিদের বেতনে এটা কি ঠিক? বন্ধুরা কি বলেন?
Posted on: Wed, 01 Oct 2014 20:23:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015