এ সপ্তাহে সোনালী - TopicsExpress



          

এ সপ্তাহে সোনালী ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফল ================================= চলতি সপ্তাহেই সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার ক্যাশ পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রদীপ কুমার দত্ত অলরেজাল্টবিডিকে এ তথ্য নিশ্চিত করেন। প্রদীপ কুমার দত্ত বলেন, অন্যান্য সরকারি ব্যাংকের তুলনায় সোনালী ব্যাংকে লোকবল কম। কিন্তু সেবার পরিমাণ অনেক বেশি। ট্রেজারি ভাঙ্গানোসহ সোনালী ব্যাংক ৩৭টি কাজ করে। এর মধ্যে ২৪টি কাজ করা হয় কোনো প্রকার সুবিধা ও কমিশন ছাড়া। তবে সোনালী ব্যাংক সরকারি ব্যাংক। এখানে লোকবল নিয়োগ সরকারি নীতিমাল অনুসারেই করতে হয়। তিনি বলেন, প্রায় আড়াই লাখ লোক নিয়োগের জন্য আবেদন করেছিলো। নিয়োগের জন্য নেওয়া লিখিত পরীক্ষার খাতা দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হয়েছিলো। খাতা দেখে গত সপ্তাহে তারা আমাদের কাছে ফলফল পাঠিয়েছে। প্রদীপ কুমার দত্ত জানান, যে পরিমাণ লোক নিয়োগ দেওয়া হবে তার তিনগুণ মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। ফলাফলের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হবে। দ্রুত ফলাফল দেখতে পাবেন এই লিঙ্ক থেকেঃ allresultbd/sonali-bank-written-exam-date-2014-seat-plan/
Posted on: Mon, 12 Jan 2015 10:53:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015