এই ছোট্ট একটা দেশের - TopicsExpress



          

এই ছোট্ট একটা দেশের রন্ধ্রে রন্ধ্রে সমস্যা। রাস্তা-ঘাটে সমস্যা। মানুষে মানুষে সমস্যা। আগামী ১৩ অক্টোবর ২০ দিনের অফিসিয়াল ভিজিটে যাচ্ছি চায়না। একটু বায়ু পরিবর্তন করে আসি। দেখে আসি তাদেরকে। যারা সারা বিশ্বকে শাসন করে। দৃষ্টিকে প্রসারিত করে আসি। মনটা বড় করে আসি। দোয়া করবেন যাতে সহীসালামতে ফেরত আসতে পারি৷ সাথে থাকল সবাইকে ঈদ মোবারক৷
Posted on: Fri, 03 Oct 2014 06:21:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015