***এই পোস্টটি শুধুমাত্র - TopicsExpress



          

***এই পোস্টটি শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস শিখতে আগ্রহীদের জন্য*** অনেকেই টেকনিক্যাল এনালাইসিস শিখতে আগ্রহী । কিন্তু কিভাবে শুরু করতে হবে তা জানেন না । এর জন্য প্রথমেই আপনার প্রযোজন একটা সফটওয়ার যা আমাদের দেশের Smart Stock হতে পারে আবার Amibroker ও হতে পারে । এগুলোর অনেক দাম তাই আমি আপনাদের Amibroker ব্যবহার করতে বলব । এটার Cracked Version অর্থাৎ মডিফাই করা সফটওয়ার পাওয়া যায় । সফটওয়ার install করে আপনাকে ডাটা ইনপুট করতে হবে । সফটওয়ার টিতে অনেক Chart, Indicator, Afl, Band etc. আছে তার ব্যবহার আপনারা Internet থেকে শিখে নেবেন । বন্ধুগন যেকোন তথ্য আপারা Internet থেকে পেতে পারেন । Google এর কাছে আপনি প্রশ্ন করবেন উত্তরটা Google আপনাকে খুজে দেবে । কোন কিছু শিখতে হলে চেষ্ঠা লাগে আশাকরি আপনারা তা করবেন । Amibroker ইনস্টল এবং স্টারটিং ১. Amibroker সফটওযারটি এবং Amibroker এ ব্যবহারের জন্য Daily day end data (DSE_Data) ডাউনলোড করে নেন। নিচের Group Wall এ ডাউনলোড লিংক দেয়া আছে। https://facebook/groups/718456481561640/ ২. Amibroker 5.5 ফোল্ডারটিতে ডাবল ক্লিক করলে ৩টি ফাইল AmiBroker550.exe, Broker.exe, Brokey.dll দেখতে পাবেন । AmiBroker550.exe ফাইলটিতে ডাবল ক্লিক করুন। Welcome to Amibroker setup Wizard এর Welcome Screen আসবে, Next বাটন এ ক্লিক করুন্। Software agreement Screen আসবে I I accept the agreement চেক মার্ক করে Next বাটন এ ক্লিক করুন্। এরপর আসবে Destination Location উইন্ডো, তাতে Next বাটন এ ক্লিক করুন্ । এরপর আসবে Choose Setup Type উইন্ডো, তাতে Next বাটন এ ক্লিক করুন্। এরপর আসবে Ready to install উইন্ডো, তাতে Install বাটন এ ক্লিক করুন্। এরপর আসবে Completing the Amibroker Setup wizard উইন্ডো, তাতে ২টি অপশন View Read me & Launch Amibroker এর চেক বক্সের চেক মার্ক উঠিয়ে Finish বাটন এ ক্লিক করুন্। ৩. এরপর Broker.exe ও Brokey.dll ফাইল দুটি কপি করে C ড্রাইভের Program Files ফোল্ডারের AmiBroker ফোল্ডারে পেস্ট করুন । এড্রেস বারের এড্রেস হবে C:\Program Files\AmiBroker ৪. এরপর আপনার কম্পিউটারের ডেস্কটপের AmiBroker আইকনে ডাবল ক্লিক করে AmiBroker ওপেন করুন। মেনু বারের File মেনুতে ক্লিক করে File>New>Database এ ক্লিক করলে Dataase Settings উইন্ডো ওপেন হবে । সেখানে Database Folder এর নিচে ইনপুট টেক্সটবক্সে দেখবেন লেখা আছে C:\Program Files\AmiBroker\MyNewData এখানে MyNewData এর জায়গায় আপনার পছন্দমত নিজের Database এর নাম লিখুন্। ধরুন Database এর নাম দিলাম DSE_data তাহলে ইনপুট টেক্সটবক্সের সেটিংস হবে C:\Program Files\AmiBroker\DSE_data এবার Create বাটনে ক্লিক করুন। এরপর Number of Bars এর পাশের ইনপুট টেক্সটবক্সে 5000 লিখে Ok বাটনে ক্লিক করুন । আপনার নিজস্ব Database সৃষ্টি হয়ে গেল । ৫. আপনার Database এ কোন Data নেই । এখন আমরা ডটিা Import করব । মেনুবার থেকে File>Import Wizard এ ক্লিক করুন । Select files to import উইন্ডো ওপেন হবে, সেখানে Pick files বাটনে ক্রিক করলে Open নামক আরেকটি উইন্ডো ওপেন হবে । ধরে নিলাম আমাদের আছে D ড্রাইভের DSE_data ফোল্ডারে, এখন Look in এড্রেস বারের drop down (^) তে ক্লিক করে D ড্রাইভের DSE_data ফোল্ডারে গিয়ে প্রয়োজনীয় ফাইলটি সিলেক্ট করে Open বাটনে ক্লিক করুন । এরপর Next বাটন এ ক্লিক করুন্ । আবার Next বাটন এ ক্লিক করুন্ এবং পরবর্তী উইন্ডো এর Finish বাটন এ ক্লিক করুন্। এভাবে প্রয়োজনীয় ডাটা ইমপোর্ট করে মেনুবার থেকে File>Save Database এ ক্লিক করে ডাটা সেভ করে নিব । এরপর Amibroker প্রোগ্রামটি ক্লোজ করে পুনরায Open করুন এবং ব্যবহার করতে থাকুন । ’গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন’ – আপনি একদিনেই দক্ষ হয়ে যাবেন না ব্যবহার করতে থাকুন । সাথে সাথে প্রতিদিন একটু একটু করে পড়বেনও, দক্ষ আপনি হবেন-ই । Written by Akm Nazmul Hoq Rupon
Posted on: Tue, 07 Oct 2014 03:44:59 +0000

Recently Viewed Topics




© 2015