এই বাশের লাঠি হাতে - TopicsExpress



          

এই বাশের লাঠি হাতে মারমুখী লোকগুলা কে? ওরা কি মুক্তিযোদ্ধার সন্তান? নাকি রাজাকার? জঙ্গি? ছাত্রলীগ, দেশপ্রেমিক? কে ওরা ? এই প্রশ্নের উত্তর জানতে বড় রাজনীতিবিদ কিংবা রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই ... এরা হচ্ছে, বিশ্বজিতের খুনি ! উপরওয়ালার নির্দেশে পিটায়ে, কুপায়ে আরও খুন করা এদের জন্য কঠিন কিছু না ! বড় বিচিত্র এক দেশে বাস করতেসি ! এদেশে এখন নব্য রাজাকার, এ প্রজন্মের মুক্তিযোদ্ধা - এইসব উপাধি পেতে তেমন কিছু করতে হয়না ... কোটা বিরোধী আন্দোলন করে রাজাকার ট্যাঁগিং পাওয়া, পুলিশের টিয়ার গ্যাস আর ছাত্রলীগের লাঠিপেটা খাওয়া- শুধুমাত্র এই দেশেই সম্ভব ! অবাক হয়ে দেখি, কিছু চেতনাধারী লোক এবং পেজ আবার এই আন্দোলনকারীদের দমন করার পক্ষে সমানে বুলি দিয়ে যাচ্ছে ! যারা শাহবাগে আন্দোলন করল, তারা ছিল দেশ প্রেমিক। সেই ছাত্রটি যখন চাকরীতে কোটা বিরোধী আন্দোলন করল, তাদের আপনি বলেন রাজাকার। শাহবাগে আন্দোলন করলে যানজট হয় তা সত্য, কিন্তু একদিনের আন্দোলনে আপনার এতো মাথা ব্যাথা ! তিন মাসের আন্দোলন কে আপনি পৃষ্ঠপোষকতা করলেন, তখন ও তো যানজট ছিল। সেইটা বলেন নি কেন? এদেশে ১৯৭১ জামাত যেমন ধর্মের নামে ব্যবসা করেছিল, তেমনি বর্তমানে এদেশে কিছু ভণ্ড চেতনাধারি লোক মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ব্যবসা করছে ! দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় ৫৬% কোটা থাকা হল সেই ব্যবসারই উদাহরন । prothom-alo/detail/date/2013-07-12/news/367202
Posted on: Fri, 12 Jul 2013 05:43:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015