একেই বলে ঝোপ বুঝে কোপ - TopicsExpress



          

একেই বলে ঝোপ বুঝে কোপ মারা -অনেক দিন পর চরম একটা বুদ্বির কাজ করছি , মশারি টাঙ্গানোর পর ছোট একটা ফাক রাখছি মশা বদ করার জন্য,যেই ফাক রাখা সেই সুযোগে ফিল-ফিল ,ফিল-ফিল কইরা সব মশা মশারির ভিতরে ডুকে গেল, আর মই তো লগে লগে মশারির দরযা বন্ধ কইরা দিচি, হেতেগোরে মশারির ভিতর ঢুকাইয়া মই মশারি থেইকা বের হইয়া গেছি, যা বাপ ধনেরা তোরা মশারিতে থাক আর মই সোফার উপর থাকি,, তোগো চালাকি মই ধরছি এইবার থেইকা তোগো রে মশারির ভিতর রাখমু আর মই থাকমু আরামছে সোফার উপর... :-P :-P
Posted on: Sat, 28 Sep 2013 15:18:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015