এক কালে সকালে আমার ঘুম - TopicsExpress



          

এক কালে সকালে আমার ঘুম ভাঙতো মোরগের কুককুরুকু শব্দে, এখন ডিজিটাল এলার্মে সকালের ঘুম ভাঙ্গে; শেষ কবে কাকের ডাক শুনেছি মনে করতে পারছি না। ছেলেবেলায় মা-কে দেখতাম, বাবাকে বাজারের ফর্দ হাতে ধরিয়ে দিতো, এখন বউয়ের কাছ থেকে ফরমায়েশ পাই কখনও ই-মেইলে কখনও টেক্সট মেসেজে। শৈশবে বাবা-মায়ের কাছে আমাদের বায়নাগুলি ছিল গ্যাস বেলুন, পুতুল, বা খেলনা গাড়ি (রিমোট দিয়ে চালানো গাড়ি আমার শৈশবে আমি চোখেও দেখিনি); এখনকার শিশুরা রিমোটচালিত হেলিকপ্টার চায়, প্লে-স্টেশন চায়, আইপ্যাডে তারা যুদ্ধ-যুদ্ধ খেলে। তবে আমরাই হলাম প্রথম ডিজিটাল প্রজন্ম। আবার আমরাই সেই শেষ প্রজন্ম যাদের শৈশবের ছবি তুলতে ফিল্ম লাগতো, তারপর নেগেটিভ নামের এক কিম্ভূত বস্তু উৎপন্ন হতো, সেটাকে অন্ধকার ঘরে নিয়ে কী কী সব করার পর পানিতে ভেজানো কাগজে ছবি ফুটে উঠতো…। এখনকার মতো কথায় কথায় খসাৎ খসাৎ সেলফি তোলার কথা তখন কেউ কল্পনা করতে পারতো? আমার ছোটবেলায় মা জোর করে দুপুরে ঘুম পাড়াবার চেষ্টা করতো, আমাকে ঘুম পাড়াতে গিয়ে মা নিজেই যখন ঘুমিয়ে পড়তো, আমি চুপি চুপি উঠে এক দৌড়ে মাঠে! একটা বল নিয়ে বাড়ী থেকে বের হলে খেলার সঙ্গী জুটতে সময় লাগতো না। আর এখন ছুটির দুপুরে আমার ছেলেকে তার ঘরে ঘুমুতে আদেশ করে আমরা যখন নিজেদের ঘরে দিবানিদ্রায় মগ্ন, ছেলে তখন চুপি চুপি তার PSP-তে FIFA বা NFS নিয়ে মেতে ওঠে। আমাদেরকে আচ্ছন্ন করে রাখতো ‘ঠাকুমার ঝুলি’ আর ‘আরব্য রজনীর গল্প’; ওর কাছে ওসবের কোন মূ্ল্য নেই, ওর কাছে Doraemon অনেক বেশি মজার, Ben10 অনেক থ্রিলিং, Tom & Jerry অনেক বেশি আকর্ষণীয়। সেদিন তো মুখের ওপর বলেই বসলো, বাবা-মায়ের চেয়ে কার্টুন বেশি প্রিয় ওর কাছে! এটা কি ওর দোষ? ওকে কে শিখিয়েছে টিভি দেখা? আমরা। ওর হাতে কে তুলে দিয়েছে গেমস আর গ্যাজেট? আমরা। কে ওকে ছেলেধরার ভয়ে বাড়ী থেকে বেরুতে নিষেধ করেছে? আমরা। আমরাই ওর কাছ থেকে কেড়ে নিয়েছি খেলার মাঠ, আমরাই ওর মেধায়-মননে যান্ত্রিকতার অনুপ্রবেশ ঘটিয়েছি, আমরাই শিখিয়েছি বই পড়ার চেয়ে টিভি দেখায় অনেক বেশি বিনোদন। এই অনুধাবন আমার আজ নতুন নয়, ছেলে যখন ৪ বছর বয়স পেরিয়ে মাত্র দুয়েকটা শব্দ বলতে শিখেছে, তখনই বুঝেছি কী বিষবৃক্ষ রোপন করেছি নিজ হাতে। ওর বয়স এখন সাড়ে সাত। এখনও স্পষ্ট করে কথা বলতে পারে না, he is slightly Autistic। ডাক্তার বলেছেন, এর জন্য দায়ী আমরা, যারা ওকে টিভি-র প্রতি আসক্ত করে তুলেছিলাম ১ বছর বয়স থেকে। ফলে কথা বলার চেয়ে টিভির (কার্টুনের) প্রতি ওর আগ্রহ বেশি, আশেপাশের মানুষের কণ্ঠ ওকে ততটা আকৃষ্ট করে না, যতটা করে টিভির বিজ্ঞাপন বা কার্টুনের শব্দ।
Posted on: Sun, 26 Oct 2014 11:59:59 +0000

Recently Viewed Topics




© 2015