এক ছেলে ও এক মেয়ে একে - TopicsExpress



          

এক ছেলে ও এক মেয়ে একে অপরকে অনেক ভালবাসত , ছেলেটি ছিল অনেক রাগি আর মেয়েটি কিছু কম ছিল না !! কোন এক কারন এ তাদের ব্রেকাপ হয় , একদিন রাতের বেলা মেয়েটির মোবাইল এ একটা মেসেজ আসে মেয়েটি রাগ এর কারনে সেটি ওপেন করে না !! পরের দিন যখন তার মেসেজটির কথা মনে পড়লো সে ওপেন করা মাত্র কেদে উঠলো কারন তাতে লিখা ছিল . . . . . . "আমরা এক সময় একে অপরের সাথে সব কিছু শেয়ার করতাম দুখ, হাসি, কান্না, আনন্দ, ভয়, বেদনা, ভাল লাগা, কথা বলা সব কিছু কিন্তু তোমার সাথে আজ আমার এই পৃথিবী শেয়ার করতে কষ্ট হচ্ছে তাই এই পৃথিবী তোমাকে দিয়ে আমি চললাম..."
Posted on: Wed, 25 Sep 2013 23:00:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015