এক লোক গেছেন কুকুরের - TopicsExpress



          

এক লোক গেছেন কুকুরের হাটে কুকুর কিনতে। ক্রেতাঃ ভাই কুকুরের দাম কত? দোকানদারঃ ১০০০০ টাকা। ক্রেতাঃ যদি ছোটটা নেই তাহলে ১০০০ কম হবে না?? দোকানদারঃ সবই তো সমান। যান ১০০০ কম দিয়েন। ক্রেতাঃ যদি কুৎসিত কুত্তাটাকে নেই তাহলে আর ১০০০ কম হবে না?? দোকানদারঃ আচ্ছা যান। দিয়েন আরো ১০০০ কম। ক্রেতাঃ তুমি কি মনে করেছ কুত্তাটাকে আমি বাড়ি পাহারা দেয়ার জন্য নিয়ে যাচ্ছি? মাসুম বাচ্চা বায়না ধরেছে কুকুর নিয়ে খেলবে। তোমার ভাতিজি। দোকানদারঃ (কাঁদো কাঁদো স্বরে) যান আরো ১০০০ কম দিয়েন।। ক্রেতাঃ আচ্ছা এখান থেকে যদি পাগলা কুত্তাটাকে নেই তাহলে আর ৫০০ কম হবে না? দোকানদারঃ আরে ভাই। কুত্তা বাদ দেন। আমার ছেলে শিবির করে। অরে নিয়া যান। টাকাও লাগবোনা সাথে বাড়িও পাহারা দিবো। শিবির করছস, ত মরছস
Posted on: Sat, 28 Sep 2013 20:01:16 +0000

Trending Topics



e="margin-left:0px; min-height:30px;"> Enrolments now open for the final two Mining Futures Programs for
Blossom 16 Piece Dinnerware Set Color: Black + Black Friday Cyber
Wow!!! Changes in dimension, changes of perception... We are ALL
The Three Worst Things The Liberals Did Yesterday (62) by Bob

Recently Viewed Topics




© 2015