এক হিন্দু ব্যক্তির - TopicsExpress



          

এক হিন্দু ব্যক্তির প্রশ্নঃ ইসলাম যেখানে আকার বা মূর্তি পূজাকে প্রত্যাখ্যান করে সেখানে তারা নিজেরাই কেন তাদের প্রার্থনায় কাবার প্রতি নত হয়ে তার উপাসনা করে? নিন্মে এই প্রশ্নের জবাবে কোরআন হাদীসের রেফারেন্স তুলে ধরা হল......... কা’বা মুসলমানদের ‘কেবলা’। মুসলমানরা তাদের প্রার্থনায় দিক নির্দেশক হিসেবে গণ্য করে। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, মুসলমানরা তাদের প্রার্থনায় কা’বার দিকে মুখ করে বটে তবে তারা কাবা ঘরের উপাসনা করে না। উপাসনা করে সেই ঘরের মালিক অদৃশ্য আল্লাহ তা‘আলার। জ্যোতীর্ময় কুরআনে বলা হয়েছেঃ তোমার (নির্দেশনার জন্য) বার বার আকাশের দিকে করে তাকানো আমরা দেখেছি। এখন আমরা কি তোমাকে ঘুরিয়ে দেব সেই কেবলার দিকে যা তোমাকে সন্তুষ্ট করবে? তাহলে ঘুরিয়ে নাও তোমরা থাকনা কেন (নামাযে) তার দিকেই মুখ ফিরিয়ে নেবে। ক. ইসলাম চূড়ান্ত ঐক্যকে উৎসাহিত করে যেমন, মুসলমানরা যদি নামায আদায় করতে চায় তাহলে এমনটা হতেই পারে যে, কারো ইচ্ছা হবে উত্তর দিকে ফিরে নামায পড়তে, কারো ইচ্ছা হবে দক্ষিণ দিকে দিকে ফিরতে। তাই উপাসনার ক্ষেত্রেও মুসলমানদের চূড়ান্তভাবে ঐক্যবদ্ধ করার জন্য যেখানেই তারা থাকনা কেন এক আল্লাহর প্রতি এক মুখী হয়ে তাদের নামায আদায় করতে বলা হয়েছে।‘কাবা’ সেই একটি দিকের দিক-নির্দেশক, অন্য কিছুই নয়। কাবার পশ্চিমাঞ্চলে যে মুসলমানরা বাস করে তারা মুখ করবে পূর্ব দিকে আর তার পূর্বাঞ্চলে যারা বাস করে তারা মুখ করবে পশ্চিম দিকে। একইভাবে উত্তরাঞ্চলের লোকেরা দক্ষিণ দিকে আর দক্ষিণাঞ্চলের লোকেরা উত্তর দিকে। খ. পৃথিবী গোলকের কেন্দ্রবিন্দু কা‘বা মুসলমানরাই প্রথম পৃথিবীর মানচিত্র এঁকেছিল। তাদের চিত্রে দক্ষিণ ছিল ওপর দিকে আর উত্তর ছিল নিচের দিকে। তখন কা‘বা ছিল কেন্দ্র বিন্দুতে। পরবর্তিকালে পশ্চিমা মানচিত্রকররা পৃথিবীর যে মানচিত্র আঁকলো তাতে ওপর দিকটা নিচে আর নিচের দিকটা ওপরে অর্থাৎ উত্তর হলো ওপরের দিকে আর দক্ষিণ হলো নিচের দিকে। আলহামদুলিল্লাহ এ ক্ষেত্রেও“কাবাই মানচিত্রের কেন্দ্র বিন্দু থেকে গেল”। গ. কা‘বাকে ঘিরে তওয়াফ করা আল্লাহর একত্বের নির্দেশক মুসলমানরা কা’বা যেয়ারতে মক্কায় গেলে ‘তাওয়াফ’ করে। অর্থাৎ কা’বা ঘরকে কেন্দ্র করে চারিদিকে প্রদক্ষিণ করে। কাজটি এক আল্লাহ বিশ্বাস ও উপাসনার নিদর্শন। প্রতিটি বৃত্ত গোলাকার এবং তার একটিই কেন্দ্র বিন্দু থাকে। কাজেই উপাসনার যোগ্য আল্লাহ-মাত্র একজনই, এটা তারই অন্যতম নিদর্শণ। ঘ. হযরত উমর (রা) এর হাদীস হাজরে আসওয়াদ বা কালো পাথর সম্পর্কিত হযরত উমর (রা) এর একটি বিখ্যাত উক্তি রয়েছে। হাদীসে শাস্ত্র অনুযায়ী যাকে ‘আছার’ বা ঐতিহ্য বলা যায়। বুখারী শরীফের হজ্জ সম্পর্কিত ৩৫৬ অধ্যায়ে ৬৭৫ নং হাদীসে, উমর (রা) বলেছেন, “আমি জানি তুমি একটি পাথরখন্ড মাত্র এবং না কোনো উপকার করতে সক্ষম না কোনো ক্ষতি। আমি যদি না দেখতাম খোদ আল্লাহর রাসূল (স) তোমাকে স্পর্শ করেছেন তা হলে কস্মিন কালেও আমি তোমাকে স্পর্শ করতাম না।” ঙ. মানুষ কা’বা ঘরের ওপরে উঠে আযান দিয়েছিল রাসূলুল্লাহ (স) এর সময়ে লোকেরা কা’বা ঘরের ওপরে উঠে আযান দিত। মুসলমানরা কা’বা ঘরের উপাসনা করে বলে যারা মনে করেন তাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে, কোন মুর্তী-পূজারী, যে মুর্তী সে পূজা করে, তার মাথার ওপরে উঠে দাঁড়ায়? অমুসলিমদের মক্কায় প্রবেশাধিকার নেই। Question: Amazon, where the size or image worship and pray for those who reject it, why they bow down to the Kaaba in the worship? Asked ninme uphold the Quran and Hadith reference ......... Kabah Muslims clumsy. Muslims consider the direction keys to their prayers. The goal here is to the point, Muslims pray towards the House, however, is that they do not worship the Kaaba. The owner of the house of worship Allah disappeared. Jyotirmaya Quran states: i (for guidance) to the heavens and look we saw. Now well turn you into the series which will satisfy you? Why do not you turn it thakana (prayer) who disregards his side. As the unity of Islam encourages Muslims to prayer, if it can happen that a person would want to pray to the north side, one would desire to return to the south side. So ultimately serve to unite the Muslims wherever they are one-way thakana why Allah said their prayer hayechekaba then the direction of the arrow, nothing else. Kaaba that Muslims living in the west to the east, they will face and will face the people who live in the west to the east. Similarly, in the north and the south side of the south side of the north. B. The center of the sphere of the first world map emkechila Kabah Muslims. The figure was on the south side and the lower side of the north. The center point of the Kabah. Later recalled that the map of the world on Western manacitrakarara upside down on the bottom side of the upper side of the north and south side of the bottom. Alhamdulillah this case, came from the center point of the map kabai Mount kabake the unity of Allah surrounds the Muslims in Makkah Kabah yeyarate the round on. Cells in the center of the orbit around the Kabah. Do not believe in one God and worship patterns. Each circle is round and one center point. Therefore, there is only one God worthy of worship, it is the one of the signs. D. Umar (ra) narrated hajare Aswad or black stones Related Umar (RA) is a famous saying. According to the Scriptures, that tradition Athar is or tradition. Sharif Bukhari Hadith No. 675 Section 356 of the Hajj Umar (ra) said, I know you will not be able to benefit a stone blocks and not just a loss. Even if I never saw the Messenger of Allah (s) if you have touched kasmina time I would not have touched. E. People made the call out on the Kabah, the Prophet (s) of the Kabah, the people were out on the call. Muslims worship the Kabah, those who think that no questions, no murti-priest, that he murti worship, stood on his head? #Rafiqul.
Posted on: Sun, 25 Jan 2015 08:10:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015