একজন ছিলো, ভালোবাসতো - TopicsExpress



          

একজন ছিলো, ভালোবাসতো আমায়, ভালোবাসতো না ঠিক, ভালোবাসার অভিনয় করতো, তাতে কি? মিথ্যে করে হলেও সে বাসতো ভালো, ওই মিথ্যেটুকুই ছিলো আমার সকল আলো। একজন ছিলো, মিষ্টি করে আমার নাম ধরে ডাকতো, সে আমায় ডাকতো ঠিকই, তবে তাঁর অন্তরে আমার ছবি আঁকতো না, তাতে কি? মুখে তাঁর মধু ছিলো, অন্তরে ছিলো না হয় বিষ, মধু আমি চাইনি, বলেছিলাম ওই বিষটুকুই আমায় দিস। একজন ছিলো, মাঝে মাঝেই বলতো, সে আমাকে নিয়ে স্বপ্ন দেখে, সে আসলে স্বপ্ন দেখতো না, আমাকে মিথ্যে স্বপ্ন দেখাতো, তাতে কি? মিথ্যে করেই না হয় সে দেখতো আমায় স্বপ্ন মাঝে, ওই মিথ্যেটুকুই তো স্বপ্ন দেখাতো আমায় সকাল সাঁঝে। একজন ছিলো, আমাকে বলতো, সে ছাড়া অন্য কেউ আমাকে ভালোবাসতে পারবে না, আসলে অন্য কেউ তো দূরের কথা, সে নিজেই আমাকে ভালোবাসতো না, তাতে কি? যতটা ভালোবাসতাম, আজ ভালোবাসি তাকে অনেক বেশি আরো, সে আজ অন্যের, তবে আমি হতে পারিনা অন্য কারো। একজন ছিলো, আজো সে আছে, থাকবে অনন্তকাল, আমার নিঃশ্বাসে, আমার বিশ্বাসে, আমার অন্তরে, আমার অন্তঃপুরে, আমার স্বপ্নীল কল্পনায়, আমার রঙ্গিন আলপনায়, আমার দিবালোকে, আমার চন্দ্রালোকে, আমার এক বুক আশায়, আমার অনন্ত ভালোবাসায়।
Posted on: Sun, 27 Oct 2013 11:08:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015