একজনের কথা আরেকজনকে না - TopicsExpress



          

একজনের কথা আরেকজনকে না বলার একটা উপায় হল তিনটা ছোট্ট হাদিস মনে রাখাঃ একঃ “Part of the perfection of a person’s Islam is his leaving that which is of no concern to him” প্রথমত অন্য মানুষের জীবনে কী চলছে সেটা নিয়ে অযথা উৎসাহিত হওয়াটা বন্ধ করতে হবে! এতে করে যেটা হবে তা হল, কেউ যখন যেচে এসে আপনাকে কিছু বলে যাবে, সেটা আপনি শুনবেন তার মন হাল্কা করার জন্য, তাকে উপদেশ দেয়ার জন্য। যেহেতু কৌতূহল নেই, সেটা মেটানোরও ব্যাপার নেই আর তাই একটা কিছু জেনে গেলে এখন আরও দশজনের কৌতূহল মেটানোর ইচ্ছাটাও থাকবে না। তাছাড়া, এই হাদিসটা ঠিকমত মেনে চললে আরও দশজনের মনে এই নিয়ে কী চলছে সেটাও আপনি জানতে যাবেন না! দুইঃ None of you truly believes until he loves for his brother what he loves for himself. আমরা কি চাই যে কেউ আমাদের গোপন কথা মানুষকে বলে বেড়াক? অবশ্যই না! আমরা চাই না কাউকে বিশ্বাস করে বলা কথাগুলো প্রকাশ পাক। গোপন কথা যদি নাও হয়, স্রেফ কথাচ্ছলে বলা কথা নিয়েও অহেতুক আলোচনা হোক আমরা কিন্তু চাই না! তাহলে অন্যদের বেলাতেও মনে রাখতে হবে যে একই কষ্টটা আমরা যেন তাঁদের না দেই! তিনঃ “Whoever believes in Allah and the Last Day should speak a good word or remain silent... কথা বললে যেন ভালো কথা বলি, নয়ত যেন চুপ থাকি। অন্য মানুষের জীবনের খবর বাকিদের দিয়ে বেড়ানো যে ভালো কোনও কথা না এ তো আমরা সকলেই জানি, তাই না? ----------------- ইসলাম আমাদের শেখায় আমাদের চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করতে। কিভাবে তা করতে হবে সেটাও শেখায়। আমরা কি তাহলে শিক্ষা গ্রহণ করবো না??
Posted on: Mon, 10 Mar 2014 03:29:09 +0000

Trending Topics



/div>

Recently Viewed Topics




© 2015