একটি ছেলে আর একটি মেয়ে - TopicsExpress



          

একটি ছেলে আর একটি মেয়ে রিক্সায় করে ঘুরতে বের হয়েছে...... ছেলেঃ তোমাকে কিছু কথা বলার ছিল।। মেয়েঃ কি কথা?? ছেলেঃআমি জানি না কথা গুলো তুমি কি ভাবে নিবে...।। মেয়েঃআরে বাবা এত না ভেবে বল তো কি হয়েছে??? ছেলেঃ আমি আর পারছি না তোমার সাথে মানিয়ে চলতে, অনেক চেষ্টা করেছি,কিন্তু পারিনি আর তাছাড়া আমি আর একজনকে এখন ভালোবাসি।। আমি আর তোমাকে ভালোবাসি না।। আমাকে একটু একা থাকতে দিবে??? ছেলেটা একনাগাড়ে সব বলে ফেলল......... মেয়েটি সব শুনে দুই মিনিট চুপ করে রইল............ তারপর মেয়েটা ছেলেটার গালে একটা kiss দিয়ে বলল, মেয়েঃআমি জানি আমার জন্য এত ভালোবাসা ত্যাগ করে তুমি অন্য কাউকে ভালবাসতে পারবে না,দুনিয়ার যত সুন্দর মেয়েই হোক না কেন,সে তোমাকে যতই ভালবাসুক না কেন,তুমি আমাকে ছাড়া অন্য কেউকে ভালবাসবে না।।অন্তত তুমি আমায় ছেড়ে যাবে না... কেন শুধু শুধু এগুলো বলে আমায় কাঁদাও,নিজেও কষ্ট পাও??? এই বলে মেয়েটা ছেলেটিকে জড়িয়ে ধরে...... ছেলেটা কিছু বলতে পারে না শুধু তার চোখ দিয়ে আনন্দ অশ্রু বেয়ে পড়ে মেয়েটির গাল ভিজিয়ে দেয়........... . ... {এটাই হল বিশ্বাস}
Posted on: Sun, 20 Oct 2013 12:42:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015