একটা পোস্ট না দিলেই - TopicsExpress



          

একটা পোস্ট না দিলেই না...... 1. নটর ডেম ও ঢাকা কলেজের অনেক শিক্ষক আছেন যারা বুয়েটের নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট এ ক্লাস নেন। 2. ঢাকা পলিটেকনিক এর বহু শিক্ষক আছেন যারা পরবর্তীতে ডুয়েট ও বুয়েট এর পার্মানেন্ট টিচার হিসেবে দায়িত্ব পালন করেছেন । কথাগুলো কেন বলছি হয়তো বুঝতে পেরেছেন ।। 3. ইঞ্জিনিয়ারিং কলেজে বি এস সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী দেয়া হয়। যেটা IEB সার্টিফাইড । বাংলাদেশের এমন একটা প্রতিষ্ঠান দেখান যেখানে ডিপার্টমেন্ট চালু করার সাথেই IEB CERTIFIEDহয়েছিল । 3. সার্টিফিকেট এর মূল্য BUET RUET CUET KUET এর মতো এবং কোনো অংশে কম নয় । 4. বিগত জরিপ অনুসারে খুব ভালো মানের এবং শত ভাগ চাকরির হার ও রেকর্ড মনেহয় ইঞ্জিনিয়ারিং কলেজে পাশকরা ছাত্রের ই আছে । 5. ইঞ্জিনিয়ারিং কলেজের ল্যাব গুলো সম্পর্কে :- a. CSE ল্যাব এতটাই অত্যাধুনিক ও মানসম্পন্ন যে , SUST এ এতোটা নাই , যদিও SUST কে সেরা মনে করা হয় CSEএর জন্য । b. CIVIL ENGINEERING ল্যাব এতোটাই উন্নত যে বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানে ল্যাব বনাতে এতো খরচ করা হয়নি । c. একমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিটি স্টুডেন্ট এর জন্যে সরকারী বাজেট 2 লাখ টাকা। যেটা বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠানে দেয়া হয় না । পরিশেষে এটতুকু বলা যায় , মাত্র তিন মাসের মধ্যেই ইঞ্জিনিয়ারিং কলেজের নতুন নীতিমালা পাশ হচ্ছে । তখন এসব প্রতিষ্ঠানের কোনো সমস্যা থাকবেনা । যদিও তেমন কোন বড় সমস্যা নেই । আর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বলবো , ভাইজান....... আগে চান্স পান । তারপর কথা হবে । আর যদি এতোই খারাপ লাগে , আপনি আইসেন না । এটা সরকারি প্রতিষ্ঠান । বেশি ফ্রম এপ্লাই হলেতো আর আমার দু পয়সা লাভ হবেনা । সব রকম সাহায্য আমরা স্বার্থহীন ভাবে করে থাকি , ব্যাপারটা একটু মাথায় রাইখেন । সর্বশেষ আপডেট এর জন্যে সাথে থাকার অনুরোধ করছি । আর অনেকেই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের ফেসবুক লিংক চেয়েছ। লিংক প্রথম কমেন্টে । ধন্যবাদ Sayid Faysal Jehan
Posted on: Mon, 05 Jan 2015 19:10:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015