একটি প্রেমের ফোনালাপ - TopicsExpress



          

একটি প্রেমের ফোনালাপ লক্ষ করা যাক। ছেলেটা এবং মেয়ে উভয়ই বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রী।। জেনিঃ হ্যালো, কি অবস্থা? অভিঃ এইতো, কক্ষ তাপমাত্রায় আছিতো, তাই কঠিনই আছি - মানে? - মানে হল, তুমি আমার অবস্থা জানতে চাইলে। আর পদার্থের তিন অবস্থা। আর আমি নিজে একজন রক্ত মাংসে গড়া কঠিন পদার্থ এবং এখন আমি কক্ষ তাপমাত্রায় আছি, তাই কঠিন পদার্থই আছি। - ওহ আচ্ছা। বুঝলাম।। তা, কি করছ? - গত ৩ ঘণ্টা ধরে শরীরের মধ্যে নির্দ্বিধায় সবাত শ্বসন হল। ফলে কিছু অতিরিক্ত তাপমাত্রাও ATP উৎপন্ন হবার কারণে বেশ গরম লাগছিল, তাই গায়ে সহনীয় মাঝারি তাপমাত্রার পানি ঢাললাম কিছুক্ষণ ধরে। এখন বেশ ভাল লাগছে। - ও... আচ্ছা, খেয়েছ? - হুম, খেয়েছি। - কি খেয়েছ? - কিছু শর্করার সাথে মজাদার স্নেহ জাতীয় কতিপয় কিছু খাবার, কিছু আমিষও ছিল বটে। এতক্ষণে পরিপাক শুরু হয়ে গেছে। - যদিও তেমন কিছুই মাথায় ঢুকল না, তবুও বুঝলাম। আচ্ছা, তুমি আমাকে সত্যিই ভাল - আমার শরীরের হৃদপিণ্ডের বাম অলিন্দের ২য় প্রকোষ্ঠের মধ্যে থাকা অক্সিজেন যুক্ত রক্তের অনুচক্রিকা থেকে বলছি, আমি সত্যিই তোমায় খুব ভালবাসি। - তাই নাকি? তুমি আমার জন্য কি কি করতে পারবে? - যদি তুমি বল তবে আমি এখুনি আমার আদিবেগ u=0 ms-1 থেকে বাতাসের গতিতে অর্থাৎ v=332 ms-1 গতিতে তোমার কাছে t=1min=60s এ পৌঁছে যেতে পারি, যেখানে আমার ত্বরণ থাকবে a=10 ms-2 । যদি তুমি জানতে চাও, এতে তোমার হৃদয়ে আমি কতটুকু ঢুকতে পেরেছি অর্থাৎ আমার সরণ কত? তাহলে, s = ut+ 1/2 at2 এই সূত্রটি ব্যবহার করতে পার যেখানে প্রতিটি চিহ্নই প্রচলিত অর্থ বহন করে। - হুম... খুব বুঝলাম। আর কিছু? (ফোনটা কেটে গেল) #মোডিফাইড
Posted on: Sun, 27 Jul 2014 17:16:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015