একটা ভারচুয়াল গ্রুপে - TopicsExpress



          

একটা ভারচুয়াল গ্রুপে কিছু ভারচুয়াল ছেলেমেয়ে সেরেফ পাগলামি করব বলে আড্ডা গেড়েছিলাম। ওই আড্ডা মারতে মারতেই এ-ওকে নিজেদের লেখাপত্তর পড়াই... সেখান থেকে বেরিয়ে এলো একটা স্ক্রিপ্ট এবং একজন যে ডিরেক্টর হওয়ার ক্ষমতা রাখে ও স্বপ্ন দেখে। হতে পারে, কিন্তু হবে না কেন? কারণটা বাংলা সিনেমার খুব চেনা - প্রোডিউসার। আমরা যেহেতু পাগল, তাই ভাবলাম, আচ্ছা... অডিয়েন্সকেই প্রোডিউসার বানালে কেমন হয়? শুধু হলে বসে সিনেমা না দেখে তারা যদি সিনেমা বানানোয় পার্টিসিপেট করে? এ ভাবনাটা অবশ্য আমরাই প্রথম ভাবিনি... এর আগেও এ ধরনের কাজ হয়েছে। তবে আমরাও শুরু করলাম আর কি। আপাতত Cinematticscope বলে আমাদের যে পেজ, সেখান থেকেই বেশ কিছু কন্ট্রিবিউশন পাওয়া গেছে... কিন্তু আরো অনেকটাই বাকি। আমরা এবার ভারচুয়াল থেকে রিয়াল হওয়ার চেষ্টায়। আমরা চাঁদা তুলতে ও আড্ডা দিতে কলেজ স্ট্রিট কফি হাউসে থাকব আগামী শনিবার - ২৩/১১/২০১৩, বিকেল ৪টে থেকে আমরা বলতে Samir Mondal, Subrata Sanyal, Lopamudra Samanta, Moumita Gupta, Adheesha Sarkar এবং আরো অনেকে। আপনাদের জন্য সুখবর হল, আমাদের মত পাগল ও পাগলিদের দেখতে আর পাগলাগারদে যাওয়ার ঝুঁকি নেওয়ার দরকার নেই, আমরা কফি হাউসেই দর্শন দেব। আমাদের প্রথম প্রোজেক্টের নাম - বেহায়া (The Shameless) : A short film ডিরেক্টর - সমীর মন্ডল গল্পটা লিখেছেন - শুভায়ন গাঙ্গুলি প্রযোজনায় - The Attic (Madwomens Club) আপনাদের একটু কাছ থেকে চিনতে চাই। আপনারা, যারা সিনেমাটা বানাবেন, এবং দেখবেন। প্লিজ, আসুন।
Posted on: Sun, 17 Nov 2013 07:09:32 +0000

Trending Topics



p://www.topicsexpress.com/THE-WORD-OF-GOD-STANDS-FOR-ITSELF-Ive-been-a-Catholic-since-topic-995686643781632">THE WORD OF GOD STANDS FOR ITSELF!!! Ive been a Catholic since
Amen brother, clarification! This is the explanation of how Ive
cw: death, starvation, a host of others in the Topical issues

Recently Viewed Topics




© 2015