একটি মেয়ে তার - TopicsExpress



          

একটি মেয়ে তার প্রেমিকের আমি তোমাকে ভালবাসি, তোমাকে মিস করি এই টাইপ মেসেজ পেতে পেতে বিরক্ত হয়ে যেত ! এক রাতে প্রেমিকের সাথে হালকা কথা কাটাকাটির পর সে মোবাইল সাইলেন্ট করে দিলো, অনেকগুলো ফোন আসলো, একটি মেসেজ আসলো, কিন্তু সে সেটি না পড়ে ঘুমিয়ে গেল। ... পরদিন ভোর বেলায় ছেলের মার ফোনে তার ঘুম ভাঙ্গল। মা বললেন, তার ছেলে গতকাল রাতে এক্সিডেন্টে মারা গিয়েছে। বাকরুদ্ধ মেয়েটি তখন মেসেজটি চেক করলো। লেখা ছিল -- প্লিজ, তুমি বাসার সামনে বের হও, তোমাকে দেখতে অনেক ইচ্ছে করছিল, তাই কাউকে না জানিয়ে এত রাতে বের হয়েছিলাম, আমি এক্সিডেন্ট করেছি, আমার অবস্থা খুবই খারাপ, একবার তোমাকে দেখবো, আই এ্যাম সরি....:( শিক্ষাঃ- জীবনে কখনই কোন কিছু Ignore করবেন না।
Posted on: Wed, 26 Nov 2014 03:28:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015