একটা রিলেশানে মেয়েদের - TopicsExpress



          

একটা রিলেশানে মেয়েদের যত অবদানই থাকুক ব্রেক আপ হলে অবধারিতভাবে সব দোষ মেয়েটার উপর চাপানো হবেই। ব্রেক আপের পরে মোস্ট কমন ডায়লগঃ আরে মাইয়ারা মন বোঝে না, খালি স্বার্থ খোঁজে। -ছেলেরা বাউন্ডুলের মত প্রেম করে ঘুরে বেড়াবে এবং তারপর যখন মেয়েটাকে বিয়ে করার সময় আসে তখন বেশীরভাগ ছেলেরই দায়িত্ব নেয়ার মত যোগ্যতা হয় না। এই অবস্থায় কোন মেয়ে যদি বাবা মার পছন্দে বিয়ে করে ফেলে তাহলেই মেয়েটাকে স্বার্থপর ট্যাগ খেতে হবে। আপনার সাত আট বছরের প্রেমের জন্য মা বাবার বিরূদ্ধে গিয়ে মেয়েটা যদি আপনার সাথে পালিয়ে বিয়ে করতে রাজি না হয় তাহলেই মেয়েটা স্বার্থপর !! নিজের কাছে একবার প্রশ্ন করে দেখেন তো- বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে এমন একটা মেয়ের পরিবারের কারো সাথে আপনারা কখনো বিয়ে বা আত্মীয়তা করার চিন্তা করেন কিনা? জানি করেন না। সমাজের লোকলজ্জা তখন আপনাকে পেয়ে বসে। মেয়েরা নাকি শুধু টাকা পয়সা খোঁজে! তাই মেয়েরা স্বার্থপর। --আপনারা তো ভাই মেয়েদের চেয়েও বিশাল স্বার্থপর। আপনাদের ভালবাসা শুধু সুন্দরীর জন্য সংরক্ষিত। জীবনে কোন অসুন্দর মেয়ের মন বোঝার চেষ্টা করেছেন?? করেন নি। তারপরেও মেয়েরাই স্বার্থপর থাকবে। ছাত্র বয়সে গার্লফ্রেন্ডের পেছনে ঘুরঘুর করা এই আপনারাই আবার বিয়ের পরে অফিসের সুন্দরী কলিগদের সাথে অবলীয়ায় পরকীয়া চালিয়ে যান। এবং দিনশেষে আপনারাই নিঃস্বার্থ ভালবাসেন। আর আমরা হলাম স্বার্থপর। Aurpita
Posted on: Mon, 25 Nov 2013 11:31:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015