একটি সতর্কিকরন পোস্টঃ গত - TopicsExpress



          

একটি সতর্কিকরন পোস্টঃ গত কয়েক মাস যাবত ফিশিং কোডের সমাহার বেড়েই চলছে । আর যার ফলে আমরা হারাচ্ছি আমাদের প্রিয় আইডি গুলো । ফিশিং কোডের কবলে পরে হয়তো অনেকেই তাদের ফেসবুক আইডি হারিয়েছেন ! এই ফিশিং কোড আপনাকে যেকোন হ্যাকার যখন খুশি ইনবক্সে বা পোস্টের মাধ্যমে দিয়ে প্রতারিত করতে পারে । আপনাকে হয়তো বলবে এই সাইটে গিয়ে ফেসবুক লগইন করলে আপনি ফ্রিতে ফেসবুক ইউজ করতে পারবেন । বিষয়টা মূলত তা নয় , বিষয়টা হল লগইন করা মাত্রই আপনার ফেসবুক ইমেইল বা ফোন নাম্বার ও পাসওয়ার্ড ঐ হ্যাকারের হাতে চলে আসবে । অনেকেই ফিশিং কোড নিয়ে বিভ্রান্তিতে পরেছেন । আসলে ফিশিং কোডটাই বা কি ? ফিশিং কোড হলঃ এমন একটা কোড যেখানে যেটা কোন সাইটে দিলে তা দেখতে হবহু ফেসবুকের মতো হয়ে যায় । যেখানে গেলে আপনি মনে করবেন আপনি ফেসবুকেই আছেন । এবং তা মনেকরে লগইন করবেন । আর তা হবে আপনার আইডি হারানোর রাস্তা । যেকোন সাইটে যদি ফিসিং কোড থাকে তাহলে আপনি সেখানে কখনো ফেসবুকের ইমেইল ফোন বা পাসওয়ার্ড দিবেন না । ফিসিং কোডের স্পামিং সাইটে গিয়ে ফ্রি ফেসবুক চালানোর লোভে আপনার আইডি টাই হারাতে চাইলে সেটা আপনার ব্যাক্তিগত ব্যাপার । আমি জাস্ট একটু সতর্ক করে দিলাম । ( সংগ্রিহীত ) ভাল লাগলে লাইক , কমেন , শেয়ার করতে ভুলবেন না । সবাই সতর্ক থাকুন । ধন্যবাদ । (bullet)
Posted on: Tue, 30 Jul 2013 10:24:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015